বিষয় সম্পত্তি ভাগাভাগি নিয়ে শরিকি বিবাদ চরম আকার ধারণ করতে পারে। কর্মে উন্নতি হবে। অপব্যয়ের ... বিশদ
কেরিয়ারের শুরুটা স্পোর্টিং লিবসন থেকে হলেও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতেই বিশ্ব আঙিনায় নিজেকে মেলে ধরেন রোনাল্ডো। ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটির হয়েই জেতেন প্রথম ব্যালন ডি’ওর। তবে বর্তমানে খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ম্যান ইউ। তাই প্রাক্তন দলকে সাফল্যের সরণিতে ফিরিয়ে আনতে প্রয়োজনে তার দায়িত্ব নিতেও প্রস্তুত রোনাল্ডো। এই প্রসঙ্গে তাঁর সংযোজন, ‘ম্যান ইউয়ের অন্দরে একাধিক পরিবর্তনের প্রয়োজন। শুধু কোচ বদলালেই সমস্যা মিটবে না। আশা করছি, বর্তমান কোচ আমোরিমের হাত ধরে দল ঘুরে দাঁড়াবে। পর্তুগালে তিনি দারুণ কাজ করেছেন। তবে মনে রাখতে হবে, ইপিএল বিশ্বের সবচেয়ে কঠিন লিগ। তাই তাঁর জন্য লড়াইটা সহজ হবে না।’
একই সঙ্গে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াসের ব্যালন ডি’ওর না পাওয়া নিয়েও মুখ খুলেছেন রোনাল্ডো। একহাত নিয়েছেন আয়োজকদের। তাঁর কথায়, ‘ভিনিসিয়াসের এবার ব্যালন ডি’ওর জেতা উচিত ছিল। বলতে দ্বিধা নেই, ওর সঙ্গে অন্যায় করা হয়েছে। রড্রির যোগ্যতা নিয়ে কোনও সংশয় নেই, তবে এবার ভিনিসিয়াসকে পুরস্কারটা দেওয়া উচিত ছিল। কারণ, সে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। ফাইনালে গোলও করেছে।’