কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে। ... বিশদ
পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর, প্রায় ১৬ বিঘা জায়গা সংস্কার করে নতুন রূপ দেওয়া হয়েছে টাইগার হিলকে। শিশুদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন জীবজন্তুর মূর্তি দিয়ে সাজানো হয়েছে পার্ক চত্বর। তাছাড়া দোলনা, জাম্পিং ফ্লোরসহ বিভিন্ন খেলার সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। পরিশ্রুত পানীয় জল, শৌচাগার সহ অন্যান্য ব্যবস্থার দিকেও নজর দেওয়া হয়েছে। টাইগার হিলে থাকা জলাশয়টির সংস্কার করা হয়েছে। পার্কে প্রবেশ মূল্য হবে ১০ টাকা। বনভোজন করতে আসা বিভিন্ন দলকে নির্দিষ্ট সামান্য টাকার বিনিময়ে সবরকম পরিষেবা দেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, সেন রাজার আমল থেকেই এখানে বহু পুরনো জলাশয় রয়েছে। খরার সময়েও জলাশয়ের জল শুকোয় না। বিশেষ এই জলাশয় দেখতে বহু পর্যটকেরা ভিড় করেন সেখানে। সঙ্গে বনভোজনেও মেতে ওঠেন তাঁরা। তবে বর্তমানে পর্যটকদের কাছে টাইগার হিল নামে এলাকাটি পরিচিতি পেয়েছে।
পঞ্চায়েত প্রধান তুলসী মণ্ডল বলেন, ২০১৭ সালে পঞ্চায়েত থেকে কিছু গাছ লাগিয়ে সৌন্দর্যায়ন হয়েছিল। দিনের পর দিন পর্যটকদের ভিড় বাড়তে থাকায় গুরুত্ব বাড়ে এলাকার। পার্কটিকে দ্রুত সংস্কারের দাবি করেছিলেন বাসিন্দারা। সাজিয়ে তোলার পাশাপাশি নিরাপত্তাকর্মী নিযুক্ত করা হয়েছে। নিজস্ব চিত্র