কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে। ... বিশদ
মালদহের বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) বাণীব্রত দাস বলেন, ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে এই কর্মসূচি। বিদ্যালয় পরিদর্শকের কার্যালয় থেকে র্যালি করে অনুষ্ঠান শুরু হবে। স্কুলে স্কুলে বইমেলা, ফুড ফেস্টিভ্যাল, পথনাটিকা সহ নানা অনুষ্ঠান করা হবে। সমগ্র শিক্ষা মিশনের অধীনে ‘ছাত্রসপ্তাহ’ আয়োজিত হলেও মালদহে বিদ্যালয় পরিদর্শক অফিসের নিজস্ব উদ্যোগেও বেশকিছু কর্মসূচি নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে পড়ুয়াদের নিয়ে পথনাটিকা। যেখানে বাল্যবিবাহ, তামাক বর্জন, মাদক বর্জন, ডেঙ্গু মোকাবিলা সম্পর্কে সচেতন করা হবে। থাকবে কেরিয়ার কাউন্সেলিং। এছাড়াও থাকবে সায়েন্স এগজিবিশন, টিচিং লার্নিং মেটেরিয়াল এগজিবিশন। ছাত্রছাত্রীদের জন্য থাকবে স্বাস্থ্যশিবিরও। বিদ্যালয় পরিদর্শক বলেন, ‘মিট দ্য আইকন’ নামে আরেকটি অনুষ্ঠান হবে। যেখানে মালদহ বা রাজ্যের কোনও কৃতী ছাত্রছাত্রীর সঙ্গে পড়ুয়াদের সরাসরি কথোপকথনের ব্যবস্থা করা হবে। এতে পড়ুয়ারা উৎসাহ পাবে। এজন্য মালদহের বেশকিছু স্কুলকে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে রয়েছে বার্লো গার্লস হাইস্কুল, চিন্তামনি চমৎকার উচ্চ বালিকা বিদ্যালয়, ললিতমোহন শ্যাম মোহিনী হাইস্কুল, অক্রুরমণি করোনেশন ইন্সটিটিউশন, জিবিএস মাদ্রাসা, মালদহ টাউন হাইস্কুল। ইতিমধ্যে মালদহের সামসিতে সামসি এগ্রি উচ্চ বিদ্যালয় ও বিদ্যালয় পরিদর্শকের যৌথ উদ্যোগে বইমেলার আয়োজন করা হয়েছে। ৭ জানুয়ারি থেকে বইমেলা শুরু হবে। বইমেলার পাশাপাশি মালদহের বেশকিছু স্কুলে ফুড ফেস্টিভ্যাল আয়োজন করা হচ্ছে। যেখানে চিরাচরিত স্থানীয় খাবারের পাশাপাশি থাকবে দেশের বিভিন্ন প্রদেশের খাবার। ছাত্রসপ্তাহ নিয়ে বৈঠক।-নিজস্ব চিত্র