নয়াদিল্লি: প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিংয়ের নামে পৃথক স্মৃতিসৌধ তৈরির দাবি জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। এব্যাপারে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেই দরবার করেছিলেন তিনি। এই নিয়ে দেশজুড়ে তুমুল চর্চা শুরু হয়েছে। এরমধ্যেই কংগ্রেসকে নিশানা করলেন প্রাক্তন রাষ্ট্রপতি তথা কংগ্রেস সরকারের প্রাক্তন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। শুক্রবার রাতে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, বাবা মারা যাওয়ার পর কংগ্রেস ওয়ার্কিং কমিটির পক্ষ থেকে কোনও শোকসভা ডাকা হয়নি। পরে একজন প্রবীণ নেতা জানিয়েছিলেন, রাষ্ট্রপতিদের জন্য দলের তরফে এধরনের উদ্যোগ নেওয়া হয় না। এটা সর্বৈব মিথ্যা কথা। কারণ পরে বাবার ডায়েরি থেকে জানতে পারি, কে আর নারায়ণনের মৃত্যুর পর কংগ্রেস ওয়ার্কিং কমিটির তরফে সভা ডেকে শোকজ্ঞাপন করা হয়েছে। বাবাই সেই শোকপ্রস্তাবের খসড়া তৈরি করেছিলেন।
প্রণববাবুর প্রতি কংগ্রেসের এই মিথ্যাচার ও অসম্মান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শর্মিষ্ঠা। উল্লেখ্য, খাড়্গের আর্জি সংক্রান্ত চিঠি নিয়ে বিজেপি নেতা কে আর কেশাবম এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি জানান, প্রয়াত মনমোহন সিংয়ের নামে স্মৃতি সৌধ তৈরির জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন কংগ্রেস সভাপতি। কিন্তু, কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলেই প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের মৃত্যু হয়েছিল। কিন্তু, ক্ষমতায় থাকলেও হাতশিবির নয়াদিল্লিতে কোনও মেমোরিয়াল তৈরি করেনি। কেশবমের এই পোষ্টটি শেয়ার করে কংগ্রেস প্রতি ক্ষোভের কথা ব্যক্ত করেছেন প্রাক্তন রাষ্ট্রপতির কন্যা।