কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে। ... বিশদ
রেলের তরফ থেকে জানানো হয়েছে, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ১২১৪৯ পুনে-দানাপুর এক্সপ্রেসে ইটারসি স্টেশন থেকে এস ৪ কোচের নিচে ‘ভয়ঙ্কর’ এই যাত্রা শুরু করেন যুবকটি। এরপর ট্রেনটি জব্বলপুর স্টেশনে পৌছলে রেলকর্মীরা প্রতিটি কোচের নিচের অংশ পরীক্ষা করতে গিয়ে এই কাণ্ডটি দেখেন। তাঁকে বেরিয়ে আসতে বললেও প্রথমে তিনি বের হননি। অবশেষে জিআরপি জওয়ানরা এসে তাঁকে বের করে আনেন। এরপর জিজ্ঞাসাবাদে যুবকটি জানান তিনি জব্বলপুরে আসার জন্য ইটারসি স্টেশনে ওই জায়গায় চড়ে বসেন। কারণ তাঁর কাছে টিকিট কাটার মত টাকা নেই। রেল পুলিস পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। কী কারণে এমন ঝুঁকিপূর্ণ যাত্রা করলেন ওই যুবক সেটিও খতিয়ে দেখা হচ্ছে।