কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে। ... বিশদ
প্রসঙ্গত, সন্দেশখালি কান্ডের জেরেই প্রকাশ্যে আসে এলাকার তৃণমূল নেতা শেখ শাজাহানের নাম। দলের তরফে মানুষের উপর অত্যাচারীদের বিরুদ্ধে কোনরকম সহানুভূতি যে দেখানো হবে না, সেই বার্তা দেওয়া হয়। একইসঙ্গে নানা ভিডিও ফুটেজ প্রকাশ্যে এনে সন্দেশখালিকে সামনে রেখে কী ভাবে রাজ্যের ভাবমূর্তিতে আঘাত করা হচ্ছে, তাও তুলে ধরা হয়েছিল রাজ্যের শাসক দলের তরফে। বসিরহাট কেন্দ্রে ভোট জেতার কিছুদিনের মধ্যেই অসুস্থতার জেরে মৃত্যু হয় সাংসদ হাজি শেখ নুরুল ইসলামের। ফলে এই কেন্দ্রের উপনির্বাচনের দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। এই আবহে মুখ্যমন্ত্রীর সন্দেশখালিতে প্রশাসনিক কর্মসূচি রাজনৈতিক ভাবেও যথেষ্ট গুরুত্বপূর্ন বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
এছাড়াও, এদিন মন্ত্রিসভা আলিপুর চিড়িয়াখানার বিপরীতে রাজ্যের জমিতে একটি শপিং কমপ্লেক্স তৈরির ছাড়পত্র দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এখানে বর্তমানে একটি অ্যাকোয়ারিয়াম ও একটি পশু চিকিৎসা কেন্দ্র আছে। পশু চিকিৎসা কেন্দ্রটি তৈরি হবে চিড়িয়াখানার ভিতরে। শপিং মলের সামনেই ছোট আকারে থাকবে ওই অ্যাকোয়ারিয়াম। আর এই মলে রাজ্যের তৈরি চর্মজাত দ্রব্য ও বাংলার শাড়ি বিপণন কেন্দ্র থাকবে। আগামী ২ জানুয়ারি নবান্ন সভাঘরে রাজ্যস্তরের পর্যালোচনা বৈঠক করবেন মমতা। এরপর ৮ জানুয়ারি বাবুঘাট থেকে ই-ভেসেল ও ২৮ জানুয়ারি কলকাতা বই মেলার উদ্বোধন করবেন মমতা। রাজ্যে আইটিসি গোষ্ঠী আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের (এআই) গ্লোবাল হাব গড়বে বলেও জানিয়েছেন মমতা।
অন্যদিকে, জানা গিয়েছে, আগামী ৬ জানুয়ারি গঙ্গাসাগর যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।