নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাজস্থান বিধানসভার স্পিকার বাসুদেব দেবনানি। বিধানসভা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দু’জনের মধ্যে কথাবার্তা হয়। বৈঠকের পরে বিমানবাবু বলেন, গণতন্ত্রের পীঠস্থান বিধানসভায় বিরোধী দলকে বলার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়। অধিবেশনে ৫০ শতাংশ সময় দেওয়া হয় বিরোধীদের। এই বিষয়টি আমি রাজস্থানের স্পিকারকে জানিয়েছি। এছাড়া পশ্চিমবঙ্গের শান্তিপূর্ণ পরিস্থিতির কথা তুলে ধরেছি। বাংলাদেশের ঘটনার আঁচ পশ্চিমবঙ্গে এসে পৌঁছয়নি, সেটাও জানিয়েছি তাঁকে।
অন্যদিকে, রাজস্থানের স্পিকার বাসুদেব দেবনানি জানান, আগামী বছর রাজস্থান বিধানসভায় আমরা ‘পেপারলেস’ কাজকর্ম চালু করার পরিকল্পনা নিয়েছি।