কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে। ... বিশদ
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ত্রিপুরা, অসম বিজেপি-শাসিত রাজ্য। সেখানে জঙ্গি বা সন্ত্রাসবাদীরা ঢুকে পড়ে ক্যাম্প করছে অথচ কেন্দ্রের কাছে খবর থাকছে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পূর্ণ ব্যর্থ। বিএসএফ তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে না। সেখানে পশ্চিমবঙ্গের পুলিস দায়িত্বের সঙ্গে কাজ করছে। যদিও তৃণমূলকে পাল্টা বিঁধে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, অনুপ্রবেশের বিরুদ্ধে একমাত্র বিজেপি প্রথম দিন থেকে লড়াই করে আসছে। সেখানে আমরা এনআরসি’র কথা বললেই তৃণমূল ক্যা-ক্যা-ছি-ছি করে! ফলে তৃণমূলের উদ্দেশ্য সেখান থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে।