কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে। ... বিশদ
হিসেব বলছে, শেয়ার বাজারে মোট লগ্নিকারীর সংখ্যা পৌঁছেছে প্রায় ১১ কোটিতে। এক মাসে ৩৫ লক্ষ নতুন রিটেল লগ্নিকারী তার মধ্যে বিস্ময়কর রেকর্ড। জুলাই থেকে নভেম্বর—লগ্নিকারী বেড়েছে প্রায় এক কোটি। দেশের মধ্যে চারটি রাজ্যের লগ্নি সবথেকে বেশি। মহারাষ্ট্র (১ কোটি ৮০ লক্ষ), উত্তরপ্রদেশ (১ কোটি ২০ লক্ষ), গুজরাত (৯৪ লক্ষ) এবং পশ্চিমবঙ্গ (৬৩ লক্ষ)। বিস্ময়ের কারণ, এমন সময়ে এই তাঁরা শেয়ার মার্কেট বেছে নিয়েছেন, যখন বাজার নিম্নগামী। অথচ, বেশ কিছু মাস ধরেই কিন্তু উল্কার গতিতে বেড়েছিল বাজার। একসময় ৮০ হাজার পেরিয়েছিল সেনসেক্স। তখন থেকেই এই সেক্টরে সাধারণের লগ্নির প্রবল তাগিদ দেখা যাচ্ছিল। নজর করার মতো ছিল নরেন্দ্র মোদির পূর্বাভাস। তাঁর ভবিষ্যদ্বাণী ছিল, ৪ জুনের পর শেয়ারবাজার আকাশ ছোঁবে। অর্থাৎ পরোক্ষে তিনি ১৪০ কোটি দেশবাসীর জন্য ট্রেডিং ফোরকাস্টই করেছিলেন। প্রশ্ন হল, শেয়ারবাজারকে মুনাফা পাইয়ে দিতেই কি ছিল এই পূর্বাভাস? না হলে ব্যাঙ্ক সঞ্চয় বাড়ানোর ব্যাপারে কোনও তাগিদ তাঁর দেখা যায়নি কেন? তাহলে তো সুদ অবশ্যই বাড়ত।