বিষয় সম্পত্তি ভাগাভাগি নিয়ে শরিকি বিবাদ চরম আকার ধারণ করতে পারে। কর্মে উন্নতি হবে। অপব্যয়ের ... বিশদ
শুক্রবার টক টু মেয়র অনুষ্টানে প্রথম ফোন আসে বেহালা অঞ্চলের ১২৭ নম্বর ওয়ার্ড থেকে। কাষ্ঠডাঙা লিঙ্ক রোডের এক বাসিন্দা অভিযোগ জানান, নভেম্বর থেকে রাস্তার মোড়ের বাতিস্তম্ভে আলো জ্বলছে না। পুরসভার কর্তৃপক্ষকে বারবার জানিয়েও লাভ হয়নি। তাই সরাসরি মেয়রকে অভিযোগ জানাতে ফোন করলেন। সঙ্গে সঙ্গে আলোক বিভাগের ডিজি দেবাশিস দাসকে আলো লাগানোর নির্দেশ দেন মেয়র। তারপর আধঘণ্টার মধ্যে লিঙ্ক রোডে আলো জ্বলে ওঠে। ভবিষ্যতে এই ধরনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় উপায়ও বাতলে দিয়েছেন তিনি। এদিন ফিরহাদের সামনে বসেছিলেন আলোক বিভাগের মেয়র পারিষদ সন্দীপরঞ্জন বক্সি। তাঁকে এই বিভাগের আধিকারিক ও কর্মীদের জন্য ডিউটি রোস্টার তৈরি করতে বলেন ফিরহাদ। তিনি বলেন, বিল্ডিং বিভাগের মতো আলোক বিভাগেও রোস্টার ডিউটি করে দিন। বিকেলের পর কোন কোন রাস্তায় আলো জ্বলছে না, সেগুলি প্রতিদিন রোস্টার মেনে অফিসারদের তদারকি করতে হবে। পুরসভার কর্তারা বলেন, কোথাও কোথাও মাসের পর মাস রাস্তার লাইট খারাপ হয়ে পড়ে থাকারও অভিযোগ উঠছে। যার পরিপ্রেক্ষিতে মেয়রের এই সিদ্ধান্ত।