বিষয় সম্পত্তি ভাগাভাগি নিয়ে শরিকি বিবাদ চরম আকার ধারণ করতে পারে। কর্মে উন্নতি হবে। অপব্যয়ের ... বিশদ
উলুবেড়িয়া থানার শিল্পতালুক বীরশিবপুরে ১৬ নং জাতীয় সড়কের দু’পাশে গড়ে উঠেছে একাধিক কারখানা। আর এইসব কারখানার সামনে থাকা নয়ানজুলি দূষণের আঁতুড়ঘর হয়ে উঠেছে। অভিযোগ, রাতের অন্ধকারে এই নয়ানজুলিতে আবর্জনা ফেলার পাশাপাশি বিভিন্ন কারখানার কেমিক্যাল মিশ্রিত দূষিত জল ফেলা হচ্ছে। অভিযোগ, সেই জল ছড়িয়ে পড়ছে উলুবেড়িয়া ২ নং ব্লকের আমরাবেড়িয়া গ্রামের খাল পুকুর সহ জমিতে। দূষিত জলের কারণে পুকুর, খালের জলের রং বদলে যাচ্ছে। এমনকী টিউবওয়েলের পানীয় জলে মিশছে দূষিত জল। ফলে জল কিনে খেতে হচ্ছে বাসিন্দারে। তাঁদের অভিযোগ, দূষিত জল শরীরে লাগলে চর্মরোগ হচ্ছে, জমিতে চাষ হচ্ছে না, এমনকী পুকুরের মাছও মরে যাচ্ছে। স্থানীয় বাসিন্দা বিশ্বনাথ সর্দার জানান, এলাকার অবস্থা খুব খারাপ। চাষআবাদ বন্ধ হয়ে গিয়েছে। গাছ মরে যাচ্ছে। তাঁর দাবি, দূষিত জলের গ্যাসে শিশু ও বৃদ্ধদের শ্বাসকষ্ট হচ্ছে। গৃহপালিত জন্তু জল খেতে পারছে না।
অবিলম্বে সমস্যা সমাধানের দাবি জানান গ্রামবাসীরা। সমস্যা প্রসঙ্গে উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মালেকা খাতুন জানান, গ্রামবাসীদের সমস্যার বিষয়টি শুনেছি। খোঁজখবর নেওয়ার পাশাপাশি পুলিসকেও ব্যবস্থা নেওয়ার কথা বলা হবে বলে জানান মালেকা। বিষয়টি নিয়ে হাওড়া গ্রামীণ জেলা পুলিসের এক কর্তা জানান, ট্যাঙ্কারটিকে আটক করা হয়েছে। কোথা থেকে কেমিক্যাল আসছে খতিয়ে দেখা হচ্ছে।