বিষয় সম্পত্তি ভাগাভাগি নিয়ে শরিকি বিবাদ চরম আকার ধারণ করতে পারে। কর্মে উন্নতি হবে। অপব্যয়ের ... বিশদ
প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনে তৈরি হয়েছে উত্তপ্ত পরিস্থিতি। হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা ভারতের সঙ্গে সম্পর্কের উপরও প্রভাব ফেলেছে। বাংলাদেশ ছাড়ছেন অনেকে। এই অবস্থায় পেট্রাপোল সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বাড়তে পারে বলে আশঙ্কা। তা মাথায় রেখে সীমান্তে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা হয়েছে। এবার তা জোরদার করতে পেট্রাপোল সীমান্তে বসল সিসি ক্যামেরা। ছয়ঘরিয়া পঞ্চায়েতের প্রায় পুরোটাই বাংলাদেশ সীমান্ত। এখান দিয়ে অতীতে একাধিকবার জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। বাংলাদেশ থেকে এদেশে এসে নানা ধরনের অসামাজিক কাজে যুক্ত হয়ে আবার চোরাপথে ওদেশে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে থাকে। আক্রান্ত হন পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। তাঁদের সুরক্ষার কথা মাথায় রেখে অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে ক্যামেরা বসানো হয়। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, তহবিলের প্রায় ছ’লক্ষ টাকা খরচ করে প্রথম পর্যায়ে ৫০টি ক্যামেরা বসানো হয়েছে। এ বিষয়ে পঞ্চায়েত প্রধান উমা ঘোষ বলেন, ‘পঞ্চায়েত এলাকার মানুষকে নিরাপদে রাখা এবং বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে ক্যামেরা বসানো হয়েছে।’ সূত্র মারফত জানা গিয়েছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যাতে চোরাপথে এদেশে না আসতে পারে তার উপর নজর রাখতে বলা হয়েছে সব সদস্যকে।