দেশ

দেশে গ্রামীণ ব্যাঙ্কের সংখ্যা কমিয়ে ২৮ করতে চায় কেন্দ্র, পশ্চিমবঙ্গে থাকবে মাত্র একটিই

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এবার ‘ওয়ান স্টেট ওয়ান রিজিওনাল রুরাল ব্যাঙ্ক।’ এক রাজ্য, একটিই গ্রামীণ ব্যাঙ্ক। এই উদ্যোগে গোটা দেশে ১৫টি গ্রামীণ ব্যাঙ্ক বন্ধ করে দিতে চলেছে কেন্দ্র। যদিও সরকারি পরিভাষায় বন্ধ না বলে একত্রীকরণ বলা হচ্ছে। রাজ্যের মতামত জানতে চেয়ে কেন্দ্রের পক্ষে চিঠি পাঠানো হয়েছে। ১৫ নভেম্বরের মধ্যে মতামত জানাতে বলা হয়েছে। তবে এ ব্যাপারে তাড়াহুড়ো না করে প্রস্তাব খতিয়ে দেখবে রাজ্য। 
আগে গোটা দেশে গ্রামীণ ব্যাঙ্ক ছিল ১৯৬টি। এখন কমে হয়েছে ৪৩। এবার সেটি আরও কমিয়ে মাত্র ২৮টি করতে চান মোদি। কেন্দ্রেরই তথ্য বলছে, ২০২৪ সালের ৩১ মার্চের হিসেব মোতাবেক গোটা দেশের গ্রামীণ ব্যাঙ্কে জমা পড়েছে ৬.৬ লক্ষ কোটি টাকা। তবুও সঙ্কোচনের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। বিষয়টি নিয়ে সম্প্রতি নাবার্ড, স্টেট ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনালের মতো আটটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সঙ্গে বৈঠক করেছে অর্থমন্ত্রক। তারপরই ঠিক হয়েছে, বর্তমানের ৪৩টি গ্রামীণ ব্যাঙ্কের মধ্যে ১৫টি বন্ধ করে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে রয়েছে তিনটি গ্রামীণ ব্যাঙ্ক। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক এবং উত্তরবঙ্গ ক্ষেত্রিয় গ্রামীণ ব্যাঙ্ক। এই তিনটিকে মিশিয়ে একটি করতে চায় কেন্দ্র। 
এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, কেন্দ্রের চিঠি পেয়েছি। তবে এ ব্যাপারে আমাদের সরকারের শীর্ষস্তরে আলোচনা করেই সিদ্ধান্ত ঠিক হবে। বিষয়টি জনস্বার্থে নেতিবাচক প্রভাব পড়বে কি না দেখতে হবে। আর যাইহোক, তৃণমূল সরকার কখনও জনস্বার্থ বিরোধী প্রস্তাব সমর্থন করে না। 
28d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা