দেশ

আর জি কর কাণ্ডে কর্মবিরতি, ১২ দিনের ছুটি কাটা গেল দিল্লি এইমসের ডাক্তারদের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আর জি কর কাণ্ডে বিচার চেয়ে আন্দোলন কর্মসূচিতে যোগ দেওয়ায় তাঁদের ছুটি কেটে নিয়েছে নয়াদিল্লির এইমস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এমনই দাবি করল এইমস রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। 
এ঩দিন ছিল আর জি কর কাণ্ডে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলার শুনানি। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে চলছিল শুনানি। সেখানেই এইমসের চিকিৎসকদের আ‌ইনজীবী বিক্রম যাদব বলেন, ‘সুপ্রিম কোর্টের এই বেঞ্চই গত ২২ আগস্ট আন্দোলনরত ডাক্তারদের কাজে ফিরতে নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ পালন করে পরেরদিনই কাজে ফিরেছেন এইমসের আন্দোলনরত চিকিৎসকরা। অথচ আন্দোলন পর্বের ১২ দিনের ছুটি কেটে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘কল্যাণী এইমস, গোরক্ষপুর এইমস, পিজিআই চণ্ডীগড় কোথাও এই ছুটি কাটা হয়নি। ডিউটি হিসেবেই ওই দিনগুলি গণ্য হয়েছে। তাহলে কেন নয়াদিল্লির এইমস এটা করবে?’
সওয়াল শুনে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, ‘আপনারা এইমসের ডিরেক্টর এম শ্রীনিবাসের সঙ্গে দেখা করে সরাসরি কথা বলুন। নিশ্চই সমস্যা মিটে যাবে।’ যদিও ঩চিকিৎসকদের আইনজীবী পাল্টা জানান, ‘দেখা করা হয়েছে। কিন্তু কাজ হয়নি। তাই আদালতে উল্লেখ করছি।’ তখন প্রধান বিচারপতি বলেন, ‘অনেক সময়ই ভুল বোঝাবুঝি হয়। তবে মুখোমুখি আলোচনা করলে সমস্যা মিটে যায়। তাই বলছি, দেখা করুন। নিশ্চই উনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। সমস্যাও মিটে যাবে। আমরা কোনও লিখিত নির্দেশ দিচ্ছি না।’
25d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা