খেলা

চ্যাম্পিয়ন্স লিগে দুরন্ত বার্সেলোনা

বেলগ্রেড: জার্মান কোচ হান্স ফ্লিকের প্রশিক্ষণে স্বপ্নের দৌড় অব্যাহত বার্সেলোনার। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে অ্যাওয়ে ম্যাচে সার্বিয়ান প্রতিপক্ষ রেড স্টার বেলগ্রেডকে ৫-২ ব্যবধানে উড়িয়ে দিল কাতালন ক্লাবটি। জোড়া গোলে নায়ক পোলিশ স্ট্রাইকার রবার্ট লিওয়ানডস্কি। এছাড়া বার্সার হয়ে জাল কাঁপান যথাক্রমে ইনিগো মার্তিনেজ, রাফিনহা ও ফারমিন লোপেজ। রেড স্টারের দুই গোলদাতা যথাক্রমে সিলাস ও মিলসন। এই জয়ের সুবাদে চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্বে ষষ্ঠ স্থানে উঠে এল বার্সা। ইউরোপ সেরার লড়াইয়ে দলের এই দুরন্ত ফর্ম ফের একবার খেতাব জয়ের স্বপ্ন দেখাচ্ছে বার্সা অনুরাগীদের। কোচ ফ্লিক অবশ্য ফুটবলারদের মাটিতে পা রাখার পরামর্শ দিচ্ছেন।
২০১৪-১৫ মরশুমে শেষবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেয়েছিল বার্সেলোনা। এরপর গত এক দশকে ব্যর্থতা ছাড়া কিছুই জোটেনি তাদের কপালে। ২০১৯ সালে শেষ চারের লড়াইয়ে লিভারপুলের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। এরপর ক্রমশ পিছিয়েছে বার্সা। ২০২১ ও ২০২২ সালে তো গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় কাতালন জায়ান্টরা। চলতি মরশুমে অবশ্য শুরুটা দারুণ করেছেন রাফিনহা-লামিনে ইয়ামালরা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে বায়ার্ন মিউনিখকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে বুধবার মাঠে নেমেছিল বার্সা। ধারেভারে অনেকটা পিছিয়ে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় তুলে নেওয়াই লক্ষ্য ছিল কোচ ফ্লিকের। শুরুটাও দারুণ করে তারা। ১৩ মিনিটে রাফিনহার ক্রস থেকে হেডে গোল ইনিগো মার্তিনেজের (১-০)। খুব বেশি সময় অবশ্য সেই লিড ধরে রাখতে পারেনি বার্সা। ২৭ মিনিটে প্রতি-আক্রমণ থেকে রেড স্টারকে সমতায় ফেরান সিলাস (১-১)। এক্ষেত্রে অফসাইড ট্র্যাপ করতে ব্যর্থ বার্সা ডিফেন্ডাররা। বিরতির ঠিক আগেই ফের বার্সাকে এগিয়ে দেন লিওয়ানডস্কি। এক্ষেত্রে রাফিনহার শট পোস্টে লেগে ধাক্কা খেলে ফিরতি বল জালে ঠেলেন পোলিশ স্ট্রাইকার (২-১)। ৫৩ মিনিটে ম্যাচে দ্বিতীয় গোলটি সেরে ফেলেন তিনি (৩-১)। দু’মিনিট বাদেই ব্যবধান ৪-১ করেন রাফিনহা। আর ৭৬ মিনিটে প্রতিপক্ষ কফিনে শেষ পেরেকটি পোঁতেন পরিবর্ত হিসেবে মাঠে নামা ফারমিন লোপেজ (৫-১)। শেষলগ্নে মিলসনের গোলে ব্যবধান কমায় রেড স্টার (৫-২)।
এদিকে, জামাল মুসিয়ালার একমাত্র গোলে বেনফিকাকে হারাল বার্য়ান মিউনিখ। তবে ম্যাচের শুরুতেই গ্যালারিতে অসুস্থ হয়ে মৃত্যু হয় এক সমর্থকের। সেই খবর ছড়িয়ে পড়তেই অ্যালায়েঞ্জ এরিয়ান শোকের ছায়া নেমে আসে। গোটা ম্যাচেই কার্যত নিশ্চুপ ছিলেন বায়ার্ন অনুরাগীরা। দিনের অপর ম্যাচে আর্সেনালকে ১-০ গোলে হারাল ইন্তার মিলান। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন হাকান কালহানোগ্লু। পিএসজি’র বিরুদ্ধে পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় ছিনিয়ে নিল আতলেতিকো মাদ্রিদ।
25d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা