বিদেশ

ট্রাম্পের সেকেন্ড ইনিংসে সিআইএ প্রধান ভারতীয় বংশোদ্ভূত কাশ্যপ?

ওয়াশিংটন: আবু বকর আল-বাগদাদি। ওসামা বিন লাদেন পরবর্তী অধ্যায়ে এই একটি নামই ঘুম কেড়েছিল আমেরিকার। পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ ফেলে আইএস প্রধান আল-বাগদাদি ঘোষণা করেন, তিনিই গোটা মুসলিম সমাজের খলিফা। ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গিগোষ্ঠীর একের পর এক হামলায় নাস্তানাবুদ হতে শুরু করে মার্কিন ফৌজ। তাঁকে নিকেশের অভিযানে বারবার ব্যর্থ হওয়ায় মার্কিন গোয়েন্দাদের দক্ষতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। ২০১৯ সালের ২৭ অক্টোবর। অবশেষে এল সাফল্য। উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিব প্রদেশ। নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্কিন বাহিনীর চক্রব্যুহে আটকে পড়েন দোর্দণ্ডপ্রতাপ এই জঙ্গিনেতা। কিন্তু মার্কিন বাহিনীর হাতে ধরা না দিয়ে দুই সন্তান সহ নিজেকে আত্মঘাতী বিস্ফোরণে উড়িয়ে দেন বাগদাদি। ডোনাল্ড ট্রাম্পের প্রথম ইনিংসে এই অভিযানের নেপথ্যে ছিল নাকি এক ভারতীয় বংশোদ্ভূতের মস্তিষ্ক! শুধু বাগদাদি নয়, আমেরিকার হিটলিস্টে থাকা আল কায়েদা নেতা কাসিম আল রাইমিকে খতমের অভিযানের কুশীলবও ছিলেন সেই একই ব্যক্তি—কাশ্যপ প্যাটেল। মার্কিন মুলুকে যিনি পরিচিত ‘ক্যাশ’ নামে। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় ইনিংস পাকা হতেই ফের চর্চায় কাশ্যপ প্যাটেলের নাম। শোনা যাচ্ছে, দ্বিতীয় দফায় রিপাবলিকান প্রেসিডেন্টের ‘ট্রাম্পকার্ড’ হতে চলেছেন ‘ক্যাশ’। কারণ তাঁকে চোখ বন্ধ করে ভরসা করেন মিস্টার প্রেসিডেন্ট। আর সেই সূত্রেই আমেরিকার গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) ডিরেক্টর পদে বসতে পারেন ট্রাম্পের অতি বিশ্বস্ত এই ভারতীয় বংশোদ্ভূত।
ট্রাম্পের ‘চোখের মণি’ এই ‘ক্যাশ’ কে? সংবাদ মাধ্যমের দাবি, কাশ্যপ প্যাটেলের শিকড় আদতে ট্রাম্পের ‘বন্ধু’ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতে। তবে ‘ক্যাশ’ গুজরাতি বংশোদ্ভূত হলেও তাঁর মা-বাবা পূর্ব আফ্রিকায় বড় হয়েছেন। ‘দ্য আটলান্টিক’-এর প্রতিবেদন বলছে, সাতের দশকে কাশ্যপের বাবা ইদি আমিন শাসিত উগান্ডা থেকে পালিয়ে আমেরিকায় আসেন। কাশ্যপের জন্ম আমেরিকায়। ১৯৮০ সালে নিউ ইয়র্কের গার্ডেন সিটিতে। হিন্দু হলেও ইহুদি ধর্মতত্ত্ববিদ আব্রাহাম জোশুয়া হেশেলের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের নথি বলছে, রিচমন্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন কাশ্যপ। এরপর আইনের ডিগ্রি অর্জনে নিউ ইয়র্কে ফিরে আসেন তিনি। ব্রিটেনের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ফ্যাকাল্টি অব ল থেকে তাঁর আন্তর্জাতিক আইন সংক্রান্ত সার্টিফিকেটও রয়েছে। তিনি কর্মজীবন শুরু করেন আইনজীবী হিসেবে। ৪৪ বছর বয়সি এই ভারতীয় বংশোদ্ভূতের ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষা সচিব ক্রিস্টোফার মিলারের চিফ অব স্টাফ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তার আগে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে সন্ত্রাস দমন সংক্রান্ত সিনিয়র ডিরেক্টর হিসেবেও কাজ করেন। এই সময়ই বাগদাদি ও রাইমির মতো একের পর এক আইএস, আল কায়েদা নেতার বিরুদ্ধে সিক্রেট অপারেশনের নীল নকশা তৈরি করেন কাশ্যপ। তাঁর মগজাস্ত্রের জোরেই মুক্তি পান পণবন্দি বহু মার্কিন নাগরিক। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও ইন্টেলিজেন্স সংক্রান্ত হাউস পার্মানেন্ট সিলেক্ট কমিটির সিনিয়র আইনজীবী হিসেবেও কাজ করেছেন তিনি। ‘দ্য আটলান্টিক’-এর বর্ণনা অনুযায়ী, কাশ্যপ এমন এক ব্যক্তি, যিনি ট্রাম্পের জন্য ‘সবকিছু’ করতে পারেন। ২০১৯ সালে তিনি ট্রাম্প প্রশাসনে আইনজীবী হিসেবে যোগ দেন। প্রথম ইনিংসের শেষদিকে ট্রাম্প এই ‘নির্ভরযোগ্য’ অফিসারকে সিআইএ-র ডেপুটি ডিরেক্টর পদে নিয়োগের পরিকল্পনা করেন। শেষ পর্যন্ত তা আর কার্যকর করতে পারেননি। গত বছর ইয়ং রিপাবলিকানদের এক অনুষ্ঠানে এই ভারতীয় বংশোদ্ভূতের প্রতি ট্রাম্পের বার্তা ছিল, ‘তৈরি থাকো ক্যাশ’। এবার স্পষ্ট হল কারণটা।
25d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা