বিদেশ

আওয়ামি নেতার হয়ে সওয়াল, এজলাসেই প্রহৃত হিন্দু আইনজীবী

ঢাকা: আওয়ামি লিগ নেতার হয়ে সওয়াল করছিলেন। এজন্য ভরা আদালতেই আক্রান্ত হলেন বাংলাদেশের এক হিন্দু আইনজীবী। বিএনপি-জামাতপন্থী আইনজীবীরা ঝাঁপিয়ে পড়েন তাঁর উপর। বৃহস্পতিবার এমনই ঘটনার সাক্ষী থাকল ঢাকার মেট্রোপলিটন আদালত। পুরো ঘটনায় বিচারকের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন আক্রান্ত আইনজীবী।
বুধবার দুপুরে পশ্চিম ধানমন্ডির বাড়ি থেকে প্রাক্তন মন্ত্রী ও আওয়ামি লিগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোনেক আমুকে গ্রেপ্তার করে পুলিস। তাঁর বিরুদ্ধে খুন সহ ১৫টি মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার সকালে আমুকে আদলতে হাজির করে তাঁর ১০ দিনের হেফাজত চায় পুলিস। এই আর্জির  বিরোধিতা করেন আমুর আইনজীবী স্বপন রায়চৌধরী। সওয়াল জবাবের শেষে লিগ নেতার ছ’দিনের রিমান্ডের নির্দেশ দেন বিচারক। এই নির্দেশের বক্তব্যকে ‘রাজনৈতিক’ আখ্যা দিয়ে প্রতিবাদ করেন আইনজীবী স্বপন। অভিযোগ, তার পরই রে রে করে ওঠেন আদালত কক্ষে উপস্থিত বিএমপি ও জামাতপন্থী আইনজীবীরা। কোর্ট রুমের মধ্যেই মাটিতে ফেলে স্বপনবাবুকে মারধর করা হয়। কয়েকজন আইনজীবী কোনও রকমে তাঁকে তুলে আদালত থেকে বের করে দেন। আক্রান্ত আইনজীবী সাংবাদিকদের বলেন, ‘আদালতে শুনানি চলাকালেই আমাকে মারধর করে বের করে দেওয়া হয়েছে। অথচ আদালত কোনও ব্যবস্থা নেননি। এখানে কোনও ন্যায়বিচার নেই। আমি এর বিচার চাই।’
19h 19m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে বা ব্যবসায়িক ক্ষেত্রে আকস্মিক বাধায় বিচলিত হতে পারেন। আর্থিক লেনদেনে বিশেষ সতর্ক হন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৪৪ টাকা৮৫.১৮ টাকা
পাউন্ড১০৭.০২ টাকা১১০.৭৯ টাকা
ইউরো৮৮.৮৫ টাকা৯২.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা