বিদেশ

নিরাপত্তার ব্যবস্থা নেই, কানাডায়  শিবির বাতিল ভারতীয় হাই কমিশনের

টরন্টো: খালিস্তানি ইস্যু নিয়ে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক বর্তমানে তলানিতে। এই পরিস্থিতিতে কানাডায় জরুরি পরিষেবা সংক্রান্ত একাধিক শিবির বাতিল করল ভারতীয় হাই কমিশন। বৃহস্পতিবার বিবৃতি দিয়ে একথা জানিয়েছে তারা। পেনশন প্রাপকদের লাইফ সার্টিফিকেট দেওয়ার জন্য ২ থেকে ২৩ নভেম্বরের মধ্যে একাধিক শিবিরের পরিকল্পনা নিয়েছিল হাই কমিশন। কানাডার নিরাপত্তা সংস্থাগুলিকে এব্যাপারে আগাম জানিয়ে রেখেছিল ভারতীয় দূতাবাস। কিন্তু তারপরও শিবিরে ন্যূনতম প্রাথমিক সুরক্ষার গ্যারান্টি দিতে পারেনি ট্রুডো প্রশাসন। এজন্য কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নেয় হাই কমিশন। এক্স হ্যান্ডলে তারা জানিয়েছে, ‘নিরাপত্তা সংস্থাগুলি শিবিরের আয়োজকদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অপারগতার কথা জানিয়েছে। এজন্য বেশকিছু কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এদিকে অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল ব্লক করা নিয়ে কানাডার কড়া নিন্দা করল নয়াদিল্লি।
২ নভেম্বর আচমকা ব্রাম্পটনের হিন্দু সভা মন্দিরে আয়োজিত শিবিরে তাণ্ডব চালায় খালিস্তানপন্থীরা। সেখানে  কানাডার ভারতীয় বংশোদ্ভূতদের লাইফ সার্টিফিকেট প্রদানের আয়োজন করেছিল হাই কমিশন। অভিযোগ, শিখস ফর জাস্টিসের সমর্থকরা হাতে পতাকা, লাঠি নিয়ে ভক্তদের উপর চড়াও হয়। দেওয়া হয় ভারত-বিরোধী স্লোগানও। তারপরেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেয়নি কানাডার পিল রিজিওনাল পুলিস। প্রকাশ্যে খালিস্তানপন্থীদের সমর্থনের অভিযোগে অবশ্য হারিন্দর সোহি নামে পুলিসের এক সার্জেন্টকে সাসপেন্ড করতে বাধ্য হয়েছে প্রশাসন।
পরের দিন ভ্যাঙ্কুভারের সারির লক্ষ্মীনারায়ণ মন্দিরে আরও একটি শিবিরেও হামলা চালায় খালিস্তানপন্থীরা। ওয়াকিবহাল মহলের মতে, শিবির বন্ধ থাকলে ভোগান্তির শিকার হবেন পেনশন প্রাপকরা। 
এরইমধ্যে অস্ট্রেলিয়া সফরে গিয়ে সেদেশের বিদেশমন্ত্রী পেনি ওঙ্গের সঙ্গে বৈঠক করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।  ‘অস্ট্রেলিয়া টুডে’ নামে একটি  সংবাদমাধ্যম দুই বিদেশমন্ত্রীর সাংবাদিক সম্মেলনের সম্প্রচার করে। জয়শঙ্করের একটি সাক্ষাৎকারও সেখানে দেখানো হয়। অভিযোগ, এরপরেই কানাডায় ওই সংবাদমাধ্যমের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল ব্লক করে দেয় সেখানকার প্রশাসন। বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বৃহস্পতিবার তিনি বলেন, ‘আমরা হতবাক। এই ধরনের পদক্ষেপ বাক স্বাধীনতা সম্পর্কে কানাডার অবস্থান আরও স্পষ্ট করে। সাংবাদিক সম্মেলনে বিদেশমন্ত্রী  কানাডার তথ্যপ্রমানহীন একতরফা অভিযোগ,  ভারতীয় কূটনীতিকদের উপর নজরদারি ও  রাজনৈতিক স্বার্থে ভারত-বিরোধী সংগঠনকে সমর্থনের মতো প্রসঙ্গ তুলেছিলেন। অস্ট্রেলিয়া টুডে চ্যানেল কেন ব্লক করা হয়েছে আশা করি সকলেই বুঝতে পারছেন।’
19h 19m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে বা ব্যবসায়িক ক্ষেত্রে আকস্মিক বাধায় বিচলিত হতে পারেন। আর্থিক লেনদেনে বিশেষ সতর্ক হন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৪৪ টাকা৮৫.১৮ টাকা
পাউন্ড১০৭.০২ টাকা১১০.৭৯ টাকা
ইউরো৮৮.৮৫ টাকা৯২.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা