বিদেশ

হাজারি গলিতে সেনা অভিযানে হিন্দুদের উপর হামলার অভিযোগ

ঢাকা: বাংলাদেশে হিংসার ঘটনা অব্যাহত। অন্তর্বর্তী সরকারের অধীনে ফের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ উঠল। ফেসবুকে একটি বিতর্কিত পোস্ট ঘিরে মঙ্গলবার রাতে রণক্ষেত্রের চেহারা নেয় চট্টগ্রামের হিন্দু অধ্যুষিত হাজারি গলি এলাকা। এই এলাকায় মূলত হিন্দু ব্যবসায়ীদের গহনা ও পাইকারি ওষুধের দোকান রয়েছে। অভিযোগ, ওই এলাকাতেই ওসমান আলি নামে এক মুসলিম ব্যবসায়ী ফেসবুকে ইসকনকে ‘সন্ত্রাসবাদী সংগঠন’ বলে উল্লেখ করে নিষিদ্ধ ঘোষণার দাবি তোলেন। প্রতিবাদে হিন্দুরা বিক্ষোভ শুরু করেন। ঘটনাস্থলে পৌঁছয় বাংলাদেশ সেনা, বিজিবি ও পুলিসের যৌথ বাহিনী। সংখ্যালঘু সম্প্রদায়ের অভিযোগ, শান্তি ফেরানোর নামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ও সিসি ক্যামেরা ভেঙে ওই এলাকায় হিন্দুদের উপর অত্যাচার চালিয়েছে যৌথ বাহিনী। সেখানে হিন্দু নিধন অভিযান চালানো হয়েছে। যদিও প্রাণহানির ঘটনা অস্বীকার করে লেফটেন্যান্ট কর্নেল ফিরদৌস আদমেদ বুধবার জানিয়েছেন, শান্তি ফেরাতে এলাকায় যাওয়া বাহিনীর উপর গয়না তৈরির কাজে ব্যবহৃত অ্যাসিড ছুড়ে হামলা চালায় বিক্ষোভকারীরা। আশপাশের বাড়ির উপর থেকে ভাঙা কাচের বোতল ছোড়া হয়। এর ফলে পাঁচ সেনাকর্মী ও সাত পুলিসকর্মী জখম হন। হামলাকারীদের হাত থেকে বাঁচাতে ওসমান আলি ও তার ভাইকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিক্ষোভকারীদের হটাতে লাঠি চালায় বাহিনী। শূন্যে গুলিও চালানো হয়েছে। ৮০ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। প্রকৃত দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ঘটনার নিন্দা করে বাংলাদেশ ইসকনের তরফে প্রশাসনের কাছে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। ইসকনের মুখপাত্র রাধারমন দাস এই ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ দাবি করেছেন।
বুধবার পুলিসের এক আধিকারিক জানান, নতুন করে অপ্রীতিকর কোনও ঘটনা না ঘটলেও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। এদিকে, মঙ্গলবার রাতে হাজারি গলিতে নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় হিন্দুদের দোকানপাটে হামলার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এরকম বেশ কয়েকটি পোস্টে অভিযোগ, অভিযানের নামে হিন্দু নিধন চালানো হয়েছে হাজারি গলিতে। হাজারি গলির ঘটনায় সুর চড়িয়েছেন ইসকনের মুখপাত্র রাধারমন দাস। তিনি বলেন, ‘চট্টগ্রাম থেকে খুবই বেদনাদায়ক খবর সামনে আসছে। সেখানে হিন্দুদের উপর হামলা চলেছে। এলাকায় পৌঁছনোর পর সেনাবাহিনী অন্য সম্প্রদায়ের পক্ষ নিয়ে পদক্ষেপ করেছে। তারা কত মানুষের প্রাণ নিয়েছে তা জানা নেই। ওরা কাউকেই ছাড়ছে না।’ যদিও সরকারিভাবে হিন্দু নিধন নিয়ে অভিযোগের সত্যতা স্বীকার করা হয়নি। 
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে বা ব্যবসায়িক ক্ষেত্রে আকস্মিক বাধায় বিচলিত হতে পারেন। আর্থিক লেনদেনে বিশেষ সতর্ক হন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৪৪ টাকা৮৫.১৮ টাকা
পাউন্ড১০৭.০২ টাকা১১০.৭৯ টাকা
ইউরো৮৮.৮৫ টাকা৯২.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা