বিদেশ

এবার ইউনুস সরকারের রোষে শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

ঢাকা: মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের রোষে এবার বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। গানের স্কুলের জন্য তাঁর সংস্থা ‘সুরের ধারা’কে ঢাকার মহম্মদপুরে জমি বরাদ্দ করেছিল শেখ হাসিনা সরকার। সম্প্রতি জমি লিজের সেই চুক্তি বাতিল করল অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার ভূমি মন্ত্রকের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। আর এই খবর প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সেদেশের সাংস্কৃতিক মহলে। 
সঙ্গীত সাধনায় ১৯৯২ সালে ‘সুরের ধারা’ প্রতিষ্ঠা করেন রেজওয়ানা। হাসিনা সরকারের আমলে তাঁকে রাজধানী ঢাকার মহম্মদপুর থানার রামচন্দ্রপুর মৌজায় মোট ০.৫১২০ একর খাসজমি বরাদ্দ করা হয়েছিল। সেখানে সঙ্গীত শিক্ষা কেন্দ্র গড়ে তোলেন শিল্পী। কিন্তু দেশে রাজনৈতিক পালাবদলের পর ধাক্কা খেল তাঁর স্বপ্নের ‘সুরের ধারা’।
লিজ বাতিল প্রসঙ্গে ভূমি মন্ত্রকের সাফাই, সরকারি রেকর্ডে ওই জমি ‘খাল’ শ্রেণির অন্তর্ভুক্ত। ভূমি মন্ত্রকের খাস জমি-১ শাখার উপ সচিব মহম্মদ আমিনুর রহমানের চিঠিতে একথা জানানো হয়েছে। 
রবীন্দ্রসঙ্গীত জগতের এই মুহূর্তের অন্যতম তারকা শিল্পী বন্যা। দুই বাংলাতেই তাঁর সমান জনপ্রিয়তা। ২০১৬ সালে সে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ‘স্বাধীনতা পুরস্কার’-এ ভূষিত করা হয় তাঁকে। পশ্চিমবঙ্গ সরকারের তরফেও এই শিল্লীকে ‘বঙ্গভূষণ’-এ ভূষিত করা হয়েছে।
অন্যদিকে, এখনও থমথমে চট্টগ্রাম। সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে গত মঙ্গলবার উত্তেজনা ছড়িয়েছিল বন্দরনগরীর হাজারি গলি এলাকায়। এর ৪৮ ঘণ্টা পরেও ভীত সন্ত্রস্ত সেখানকার হিন্দুরা। নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বেছে বেছে সংখ্যালঘুদের উপরে ধরপাকড়ের অভিযোগ উঠেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৫০০-৬০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নিরাপত্তা বাহিনী। গ্রেপ্তারি এড়া঩তে বহু পুরুষ এখনও এলাকা ছাড়া বলে জানা গিয়েছে।
25d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা