বিনোদন

শ্যুটিং চলাকালীন বুকে চোট পেলেন সুনীল শেট্টি

মুম্বই, ৭ নভেম্বর: চোট পেলেন অভিনেতা সুনীল শেট্টি। বর্তমানে মুম্বইতে ওয়েব সিরিজ হান্টারের শ্যুটিং হচ্ছে। তারই এপিসোডের শ্যুটিং চলাকালীন সুনীল চোট পেয়েছেন বলে জানা যাচ্ছে। একটি অ্যাকশন দৃশ্য ক্যামেরাবন্দি করা হচ্ছিল। অভ্যাস মতো অধিকাংশ স্টান্ট নিজেই করে থাকেন সুনীল। নেন না কোনও স্টান্ট ম্যান। এবারও তার অন্যথা হয়নি। দুর্ঘটনাটি ঘটার সময় প্রায় ৫ জন অ্যাকশন পারফর্মার উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে লড়াইয়ের দৃশ্যেই অভিনয় করছিলেন তিনি। এই শ্যুটিংয়ের সময়ই ভুলবশত একটি কাঠের পাটাতন অভিনেতার বুকে লাগে। পাঁজরে চোট পান তিনি। বিষয়টি শ্যুটিং ফ্লোরে জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। সঙ্গে সঙ্গে চিকিৎসক ডেকে আনা হয়। দেওয়া হয় ওষুধ। তবে জানা যায়, চোট তেমন গুরতর ছিল না। কারণ পরবর্তীতে শ্যুটিংও করেন অভিনেতা। সূত্রের খবর, পরে তাঁর এক্স-রেও করা হয়। তবে এই বিষয়টি নিয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে কোনওরকম বক্তব্য জনসমক্ষে প্রকাশ করা হয়নি। পরে অবশ্য ইনস্টাগ্রামে অভিনেতা নিজেই জানান, চোট তেমন গুরুতর নয়। তিনি একদম ঠিক রয়েছেন। এমনকী প্রস্তুত রয়েছেন পরবর্তী শ্যুটের জন্যও। পাশাপাশি তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হওয়ার জন্য অনুরাগীদের ধন্যবাদ এবং ভালবাসাও জানান তিনি।
অ্যাকশন ধর্মী ওয়েব সিরিজ ‘হান্টার: টুটেগা নেহি তোড়েগা’-র পরিচালক প্রিন্স ধিমান এবং অলোক বাতরা। ৮টি এপিসোডের এই সিরিজে এসিপির চরিত্রে অভিনয় করছেন সুনীল শেট্টি। এছাড়া এই সিরিজে রয়েছেন এশা দেওল, রাহুল দেব, মিহির আহুজা, বরখা, টিনা সিং, সিদ্ধার্থ খের, পবন চোপড়া-সহ-প্রমুখরা। এই সিরিজটি ছাড়াও ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এও দেখা যাবে সুনীল শেট্টিকে।
26d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা