দেশ

হিমাচলে কন্যা, তুরস্কে বসে পাত্র, অফিসে ছুটি না পাওয়ায় বিয়ে হল ভিডিও কলেই

সিমলা, ৮ নভেম্বর: আধুনিক যুগ, সময়ের সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে ছুটছে মানুষও। অফিসে কাজের চাপ এতটাই বেশি যে, বিয়ে করার জন্যও ছুটি মিলছে না। অগ্যতা ভিডিও কলেই বিয়ে সারলেন ভারতীয় পাত্র-পাত্রী। জানা গিয়েছে, অফিস থেকে ছুটি না পেয়েই বিয়ের জন্য এমন এক অভিনব পন্থা বেছে নিয়েছেন ভারতীয় যুগল।
বিয়ের বর অর্থাৎ পাত্র আদনান মহম্মদ ছত্তিশগড়ের বিলাসপুরের বাসিন্দা। কিন্তু তিনি বর্তমানে কর্মসূত্রে থাকেন তুরস্কে। বিয়ে করার জন্য তাঁর পছন্দের পাত্রীর বাড়ি আবার হিমাচল প্রদেশের মান্ডিতে। বিয়ের দিন কয়েক আগেই বাড়ি ফেরার কথা ছিল আদনানের। কনের বাড়িতে যাবতীয় প্রস্তুতিও শুরু হয়েছিল। কিন্তু এরইমধ্যে বিনা মেঘে বজ্রপাত। আদনানের বস জানালেন, ছুটি হবে না। অগত্যা, ভিডিও কলেই বিয়েতে রাজি হয় পাত্র এবং কনে পক্ষ।
ছত্তিশগড় থেকে মান্ডিতে যায় আদনানের পরিবার। সেখানে ধুমধাম করে খাওয়া-দাওয়া সব কিছুই হয়। শুধু বিয়েটুকু হয় অনলাইনে ভিডিও কলের মাধ্যমে। এক কাজী নিকাহ-র রীতিনীতি সম্পন্ন করেন। ভিডিও কলেই পাত্র-পাত্রী জানান ‘কবুল হে’।
তবে ভারতে এমন অভিনব বিয়ে কিন্তু প্রথম নয়। এর আগে ২০২৩ সালের জুলাইতে সিমলায় বসবাসকারী আশিস সিং গাঁটছড়া বাঁধেন কুল্লুরের শিবানী ঠাকুরের সঙ্গে। তাঁদের বিয়ের সময় ধস ও বন্যার জেরে রাস্তাঘাট ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছিল। তখনও উপায়ন্তর না দেখে ভিডিও কনফারেন্সের মাধ্যমেই সম্পন্ন হয়েছিল বিয়ে।
25d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা