দেশ

ডিজিটাল অ্যারেস্ট! দেশে সাড়ে ৬ লক্ষ মোবাইলের সিম ব্লক করল স্বরাষ্ট্র মন্ত্রক

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: ‘ডিজিটাল অ্যারেস্ট’ শব্দটা শুনলেই অনেকে ঘাবড়ে যান। সিবিআই, ইডি বা মুম্বই ক্রাইম ব্রাঞ্চের নাম করে ফোন এলেই রীতিমতো কাঁপতে শুরু করেন তাঁরা। সাইবার জালিয়াতদের ব্যবহার করা এই ফোন নম্বর এবার স্বরাষ্ট্রমন্ত্রকের সাইবার ডিভিশনের নজরে। যেসব সিম মারফত তারা লোক ঠকাচ্ছে সেগুলি চিহ্নিত করে ব্লক করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, ইতিমধ্যেই দেশজুড়ে ব্লক করা হয়েছে ৬ লাখের বেশি সিম। একইসঙ্গে টেলি যোগাযোগ বিভাগে (ডিওটি) নির্দেশ গিয়েছে যে, ডিজিটাল অ্যারেস্ট জালিয়াতিতে জড়িত নম্বর যাদের নথির ভিত্তিতে সংগৃহীত সেগুলি দ্রুত চিহ্নিত করতে হবে। একইসঙ্গে ফ্রিজ করা চলছে তাদের ব্যবহৃত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি। 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কয়েকদিন আগেই জানিয়েছেন, ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না। সাইবার জালিয়াতরা ভয় দেখিয়ে কোটি কোটি টাকা কামাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সমস্ত রাজ্যের কাছে নির্দেশ গিয়েছে, এই জালিয়াতিতে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতেই হবে। ডিজিটাল অ্যারেস্টে ব্যবহৃত সমস্ত নম্বর ইন্ডিয়ান সাইবার ক্রাইম পোর্টাল মারফত চিহ্নিত করেছে স্বরাষ্ট্রমন্ত্রকের সাইবার উইং। তাদের হাতে আসা তথ্য অনুযায়ী, সমস্ত নম্বরই ভুয়ো নথি দিয়ে হাতানো। নম্বরগুলি পেতে জাল আধার বা ভোটার নথি জমা পড়েছে। সেগুলি যথাযথভাবে যাচাই না করেই বিভিন্ন রাজ্যে গোছা গোছা সিম ইস্যু করা হয়েছে। সাইবার উইং অফিসাররা এখনও পর্যন্ত সাড়ে ছয় লক্ষ চিহ্নিত সিম ব্লক করেছেন। 
তার মধ্যে শুধু বাংলারই রয়েছে প্রায় ৫০ হাজার! সিমবক্স টেকনোলজি ব্যবহার করে ফোন করছে জালিয়াতিরা। সিমের সূত্র ধরেই মোবাইলের আইএমইআই নম্বরগুলি চিহ্নিত করা হয়েছে। তার ভিত্তিতে কালো তালিকাভুক্ত হয়েছে দেড় লক্ষ মোবাইল। তার মধ্যে দশ হাজারের বেশি এরাজ্যের। আরও কিছু আইএমইআই নম্বর যাচাইয়ের কাজ চলছে। এই প্রক্রিয়া চলতে থাকবে লাগাতার। প্রতারণার টাকা ‘পার্ক’ করার জন্য সাইবার জালিয়াতরা যে-সমস্ত অ্যাকাউন্ট ভাড়া নিয়েছে বা অন্যের নথি দিয়ে খুলেছ, সেগুলি ফ্রিজ করা হয়েছে। তার সংখ্যাটি চার লক্ষাধিক। সিম বিক্রিতে মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে কড়াকড়ি বৃদ্ধিরও নির্দেশ দিয়েছে সাইবার উইং অফিসারদের 
তরফে ডিওটি। 
25d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা