খেলা

হিজাজিকে নিয়ে দ্বিধায় ব্রুজোঁ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্ট বেঙ্গল অনুশীলন তখন শেষ। হিজাজি মাহেরের সঙ্গে দীর্ঘ মিটিং সারতে দেখা গেল দেবব্রত সরকারকে। তারপর কারও দিকে না তাকিয়ে গাড়িতে ওঠেন হিজাজি। আসলে মিনি ডার্বির দু’দিন আগে হিজাজি কাঁটায় বিদ্ধ ইস্ট বেঙ্গল। তাঁর গা-ছাড়া মনোভাবেই আসল সমস্যা। পেশাদার ফুটবলার আর কবে উদ্বুদ্ধ হবেন? পরিস্থিতি বুঝে জর্ডনের ডিফেন্ডারকে উজ্জীবিত করার চেষ্টা করলেন লাল-হলুদ শীর্ষকর্তা। তবে মহমেডানের বিরুদ্ধে অনিশ্চিত হিজাজি। বৃহস্পতিবার প্র্যাকটিসে বেশিরভাগ সময় দ্বিতীয় দলে রাখা হয় তাঁকে। পরিবর্তে চার ভারতীয় ডিফেন্ডার নামানোর ভাবনা ব্রুজোঁর মাথায়। সেক্ষেত্রে আনোয়ারের পাশে দেখা যেতে পারে জিকসন সিংকে। বিপক্ষে আলেক্সিস, কাসিমভের মতো বিদেশি রয়েছেন। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কিছুটা দ্বিধায় থিঙ্কট্যাঙ্ক।
হিজাজি ইস্যু বাদ দিলে বাদবাকিটা বেশ ফুরফুরে। টানা তিন শটে জাল কাঁপিয়ে সেলিব্রেশন করলেন দিয়ামানতাকোস। ফরাসি ফুটবলার তালালও ‘টাচে’ আছেন। শ্যুটিংয়ে তিনিও দুরন্ত। বেশ কয়েকবার দেবজিৎকে পরাস্ত করলেন। আসলে শনিবার যুবভারতীতে মহমেডান স্পোর্টিংকে হারাতে হলে গোল করতে হবে। তাই ডেভিড, নন্দদের গোলের উৎসব ব্রুজোঁকে খুশি করবে। তিন পয়েন্ট কতটা দরকার তা স্প্যানিশ কোচ হাড়ে হাড়ে বুঝতে পারছেন। ভুটানের সাফল্য ফ্লুক নয়, তা প্রমাণের দায়িত্ব ফুটবলারদের। দলের উপর চাপ কমাতে দ্রুত লক্ষ্যভেদ চাই। দিয়ামানতাকোসকে বল ফিড করার দায়িত্ব তালালের কাঁধে। মাঝমাঠে ব্লকারের ভূমিকায় থাকবেন শৌভিক। আসলে দিমি, তালাল, ক্রেসপোর ত্রিভুজ লাল-হলুদের জিয়নকাঠি। এই কম্বিনেশন ক্লিক করলে ব্রুজোঁর চিন্তা কমবে। মহমেডানের দীর্ঘকায় ডিফেন্ডার আদজার না থাকা ইস্ট বেঙ্গলের সুবিধা। ওই জায়গায় হাতুড়ির ঘা মারতে চায় লাল-হলুদ ব্রিগেড। এছাড়া জেসিন, বিষ্ণুদের গতিকে দ্বিতীয়ার্ধে ব্যবহার করতে চান অভিজ্ঞ কোচ।
17h 17m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বাত বা নার্ভের রোগ বৃদ্ধিতে বিড়ম্বনা। শত্রুপক্ষের চাতুরিতে ব্যবসায় মন্দা আসতে পারে। যান চালনায় সতর্ক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৪৪ টাকা৮৫.১৮ টাকা
পাউন্ড১০৭.০২ টাকা১১০.৭৯ টাকা
ইউরো৮৮.৮৫ টাকা৯২.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা