খেলা

টেস্ট র‌্যাঙ্কিংয়ে কুড়ির বাইরে কোহলি, পিছলেন রোহিতও

দুবাই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যাট হাতে চরম ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। সেই ব্যর্থতার জেরে আইসিসি’র টেস্ট র‌্যাঙ্কিংয়ে আট ধাপ নামলেন তিনি। ব্যাটসম্যানদের তালিকায় ভিকে এখন ২২ নম্বরে। ২০১৪ সালের আগস্টের পর এটাই তাঁর সর্বনিম্ন র‌্যাঙ্কিং। এই দশ বছরে কখনও প্রথম কুড়ির বাইরে যাননি তিনি। ভারত অধিনায়ক রোহিত শর্মার অবস্থা আরও খারাপ। দু’ধাপ নেমে তিনি এখন ২৬ নম্বরে। 
টেস্টে সেরা ব্যাটারদের তালিকায় প্রথম পাঁচে একজন ভারতীয়ই রয়েছেন। তিনি হলেন যশস্বী জয়সওয়াল। জো রুট, কেন উইলিয়ামসন, হ্যারি ব্রুকের পর চতুর্থ স্থানে তিনি। পাঁচ নম্বরে স্টিভ স্মিথ। কিউয়িদের বিরুদ্ধে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের ফলে পাঁচ ধাপ উঠেছেন ঋষভ পন্থ। ষষ্ঠ স্থানে তিনি। ২০২২ সালের জুলাইয়ে পাঁচে উঠে এসেছিলেন পন্থ। সেটাই তাঁর কেরিয়ারের সেরা র‌্যাঙ্ক। সদ্যপ্রকাশিত তালিকায় পরিষ্কার, সেই ফর্মের কাছাকাছিই রয়েছেন তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যানটি। আর কোনও ভারতীয় ব্যাটার এই মুহূর্তে সেরা দশে নেই। শুভমান গিল চার ধাপ এগিয়ে ১৬ নম্বরে রয়েছেন। 
টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন কাগিসো রাবাডা। মুম্বই টেস্টে দশ উইকেটের সুবাদে ভারতের রবীন্দ্র জাদেজা দু’ধাপ এগিয়ে দখল করেছেন ষষ্ঠ স্থান। প্রথম দশে আরও দুই ভারতীয় বোলার রয়েছেন। তাঁরা হলেন যশপ্রীত বুমরাহ (তৃতীয়) ও রবিচন্দ্রন অশ্বিন (পঞ্চম)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নজরকাড়া পারফরম্যান্সের জন্য সাত ধাপ উঠে ওয়াশিংটন সুন্দর এখন ৪৬ নম্বরে। ভারতকে হোয়াইটওয়াশের সুবাদে র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে কিউয়িদের। ব্যাটিংয়ে ড্যারিল মিচেল আট ধাপ উঠে এখন সপ্তম স্থানে। স্পিনার আজাজ প্যাটেল ১২ ধাপ উঠে বোলারদের তালিকায় ২২ নম্বরে রয়েছেন।
28d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা