খেলা

শিকড় থেকে ইস্ট বেঙ্গলের রোগ সারাতে তত্পর ব্রুজোঁ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনুশীলন শেষে ইস্ট বেঙ্গল তাঁবু থেকে জিকসনরা বেরতেই ঘিরে ধরলেন একদল সমর্থক। প্রত্যেকের গলায় উত্তরীয় পরিয়ে কেক কাটার অনুরোধে অনেকেই রাজি। ব্যতিক্রম হিজাজি মাহের। পিছনের দরজা দিয়ে বেরিয়ে গেলেন জর্ডনের ডিফেন্ডার। আসলে হিজাজিকে নিয়ে বিব্রত ইস্ট বেঙ্গল। সুপার কাপের সেই চনমনে ভাব উধাও। অনুশীলনে তাঁর গা-ছাড়া মনোভাবে রীতিমতো বিরক্ত কোচ অস্কার ব্রুজোঁ। এফসি গোয়ার বিরুদ্ধে ঢিলেঢালা মনোভাবে মাশুল দিতে হয় ম্যাচ হেরে। যত দিন যাচ্ছে জর্ডনের ডিফেন্ডারকে নিয়ে যেন অস্বস্তি বাড়ছে ইস্ট বেঙ্গলের। 
হেক্টর ইউস্তের চোট।  মিনি ডার্বিতে হিজাজিকে খেলানো ছাড়া উপায় নেই ব্রজোঁর। মেগা ম্যাচের আগে তাঁকে উজ্জীবিত করতে তত্পর লাল-হলুদ কোচ। মূল সমস্যা আরও গভীরে। আগের কোচ কার্লেস কুয়াদ্রাতের সৌজন্যে ফিটনেসের দফারফা। কার্যত কোমর ভেঙে দিয়েছেন কোটার ফিটনেস ট্রেনার। ব্রুজোঁ আপ্রাণ চেষ্টা করলেও রাতারাতি হাল ফেরানো সম্ভব নয়। স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ জাভি হার্নান্ডেজ ত্রুটি রাখছেন না। এদিনও দীর্ঘক্ষণ ফিজিক্যাল ট্রেনিং করালেন তিনি। পাশাপাশি সিচুয়েশন প্র্যাকটিসে কোনও ফুটবলার বেশিক্ষণ বল হোল্ড করলেই তেড়ে এলেন কোচ।  বারবার বলছিলেন, ‘প্রথম টাচটা ভালো হওয়া চাই।’ মোদ্দা কথা, মাঝপথে দায়িত্ব নিয়ে দলটার শিকড় থেকে রোগ সারাতে মরিয়া স্প্যানিশ হেডমাস্টার।
বুধবার প্রথম দশ মিনিট অনুশীলনের পর মাঠ ছাড়েন গোলরক্ষক প্রভসুখন গিল। হাল্কা চোট অনুভব করায় প্র্যাকটিসের ঝুঁকি নেননি তিনি। তাই তৈরি রাখা হচ্ছে দেবজিৎকেও। সেন্টার ব্যাক পজিশনে আনোয়ার আলির সঙ্গী হিজাজি। রাইট ও লেফট ব্যাকে যথাক্রমে রাকিপ ও লালচুংনুঙ্গা। মাঝমাঠে শৌভিকের সঙ্গে জুটি বেঁধেছিলেন সাউল ক্রেসপো। রাইট ও লেফট উইং হাফ যথাক্রমে মহেশ ও নন্দকুমার। ফিডার মাধি তালালের সামনে সিঙ্গল স্ট্রাইকার দিয়ামানতাকোস। মাঝমাঠে পাসিং ফুটবলের ঠাসবুনোটের সঙ্গে  দ্রুত আক্রমণে ওঠার মহড়াও সারতে দেখা গেল লাল-হলুদ ব্রিগেডকে। সবার শেষে চলল সেট পিস এবং গোলমুখে শটের অভ্যাস। সবমিলিয়ে চলতি আইএসএলে প্রথম জয় তুলে নিতে মরিয়া অস্কার ব্রুজোঁ। 
এদিকে, বুধবার ঝটিকা সফরে লাল-হলুদ তাঁবুতে হাজির প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবলার ব্যারেটো। বুধ সন্ধ্যায় তাঁর হাতে লাল-হলুদ জার্সি তুলে দেওয়া হয়। এই প্রসঙ্গে ইস্ট বেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকারের মন্তব্য, ‘নেহাৎ সৌজন্য সাক্ষাৎ। অন্য কোনও কারণ নেই।’ ইস্ট বেঙ্গল তাঁবু, আর্কাইভ দেখে মুগ্ধ তিনি।
28d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা