খেলা

রিয়ালকে হারিয়ে চমক এসি মিলানের

মাদ্রিদ: প্রতিপক্ষ দল এগিয়ে থাকলে রাত নাকি লম্বা হয় সান্তিয়াগো বার্নাব্যুতে। গত কয়েক বছরে ঘরের মাঠে একাধিক প্রত্যাবর্তনের জয়গান গেয়েছেন অনুরাগীরা। তবে সেই সাধের বার্নাব্যুতে টানা দু’টি ম্যাচে হারল রিয়াল মাদ্রিদ। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। এল ক্লাসিকোয় বার্সেলোনার কাছে চার গোল হজম। আর মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের আসরে এসি মিলানের কাছে নাস্তানাবুদ হতে হল কার্লো আনসেলোত্তি ব্রিগেডকে। অ্যাওয়ে ম্যাচে ৩-১ ব্যবধানে দুরন্ত জয় ছিনিয়ে নিল ইতালিয়ান ক্লাবটি। ম্যাচে সিংহভাগ দাপট দেখানোর পাশাপাশি প্রতিপক্ষ বক্সে একের পর সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে ব্যর্থ ভিনিসিয়াস-এমবাপেরা। মরশুমের শুরুতেই দলের এই হতাশাজনক পারফরম্যান্সের পরই ফরাসি তারকাকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রিয়ালের অন্দরমহলে। ম্যাচে এসি মিলানের হয়ে জাল কাঁপান যথাক্রমে মালিক তিয়াউ, আলভারো মোরাতা ও তিজানি রেইডার্স। রিয়ালের হয়ে পেনাল্টি থেকে ব্যবধান কমান ভিনিসিয়াস। এই হারের ফলে চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্বে ১৭ নম্বরে নামল আনসেলোত্তি ব্রিগেড। আর জিতে তাদের পিছনেই রইল এসি মিলান।
২০২১ সালে শেষবার পরপর দু’ম্যাচে হারের মুখ দেখেছিল রিয়াল। গতবার তো গোটা মরশুমে হারের সংখ্যা ছিল মাত্র দুই। সেখানে চলতি মরশুমে ইতিমধ্যেই তিনবার বশ মানতে হয়েছে লুকা মডরিচদের। সেইসঙ্গে ব্যালন ডি’ওর অনুষ্ঠানে যোগ না দেওয়ার ঘটনা গত কয়েক সপ্তাহ চর্চায় রেখেছিল ভিনিসিয়াসদের। এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে ঘরের মাঠে দুরন্ত এক জয়ের প্রয়োজন ছিল আনসেলোত্তি ব্রিগেডের। সেই মতো এসি মিলানের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে রিয়াল। প্রথম ১০ মিনিটে দু’টি সহজ সুযোগ নষ্ট করেন এমবাপে। এরপরই গতির বিপরীতে ম্যাচে লিড নেয় মিলানের ক্লাবটি। ১২ মিনিটে ক্রিশ্চিয়ান পালিসিচের ভাসানো কর্নার থেকে হেডে জাল কাঁপান তিয়াউ (১-০)।
ম্যাচে পিছিয়ে পড়ে আরও বেশি আক্রমণাত্মক ফুটবল মেলে ধরে রিয়াল। তারই ফলস্বরূপ, ২৩ মিনিটে পেনাল্টি আদায় করেন ভিনিসিয়াস। স্পটকিক থেকে দলকে সমতায় ফেরাতে ভুল করেননি ব্রাজিলিয়ান উইঙ্গার (১-১)। এই পর্বে মনে হয়েছিল, রিয়ালের গতির সামনে খড়কুটোর মতো উড়ে যাবে পাওলো ফোনসেকার ছেলেরা। তবে বাস্তবে তেমনটা ঘটেনি। উল্টে বিরতির আগে এসি মিলানকে ফের এগিয়ে দেন মোরাতা। এবার পালিসিচের শট প্রথম প্রচেষ্টায় রিয়াল গোলরক্ষক রুখে দিলেও যোগ্য সুযোগ সন্ধানীর মতো ফিরতি বল জালে ঠেলেন অভিজ্ঞ এই স্প্যানিশ স্ট্রাইকার (২-১)। এরপর ৭৩ মিনিটে রেইডার্সের লক্ষ্যভেদে জয় নিশ্চিত করে এসি মিলান (৩-১)।
দিনের অপর ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে চমক দিল স্পোর্টিং লিসবন। অ্যাওয়ে ম্যাচে শুরুতে লিড নিয়েও ১-৪ ব্যবধানে বশ মানল পেপ গুয়ার্দিওলা ব্রিগেড। সেই সঙ্গে সব টুর্নামেন্ট মিলিয়ে টানা তৃতীয় হারের স্বাদ পেল তারা। স্বাভাবিকভাবেই দলের এই ব্যর্থতা চিন্তা বাড়াচ্ছে সিটি কোচের। ম্যাচে দুরন্ত হ্যাটট্রিকে ম্যাচের নায়ক ভিক্টর গোয়কেরেস। এছাড়া লিসবনের হয়ে স্কোরশিটে নাম তোলেন ম্যাক্সিমিলিয়ানো আরাহু। ম্যান সিটির একমাত্র গোলটি ফিল ফোডেনের। ম্যাচে পেনাল্টি মিস করেন আর্লিং হালান্ড।
এদিকে, চ্যাম্পিয়ন্স লিগে টানা চতুর্থ ম্যাচে জয় পেল লিভারপুল। মঙ্গলবার ঘরের মাঠ আনফিল্ডে বেয়ার লেভারকুসেনকে ৪ গোলের মালা পরাল আর্নে স্লটের ছেলেরা। ম্যাচে দুরন্ত হ্যাটট্রিক লুইস ডিয়াজের। অপর গোলটি কডি গাকপোর। দিনের অপর ম্যাচে লিলের সঙ্গে ১-১ গোলে ড্র করল জুভেন্তাস।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে বা ব্যবসায়িক ক্ষেত্রে আকস্মিক বাধায় বিচলিত হতে পারেন। আর্থিক লেনদেনে বিশেষ সতর্ক হন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৪৪ টাকা৮৫.১৮ টাকা
পাউন্ড১০৭.০২ টাকা১১০.৭৯ টাকা
ইউরো৮৮.৮৫ টাকা৯২.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা