খেলা

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আজ টি-২০ সিরিজে নামছেন সূর্যরা

ডারবান: লম্বা ফরম্যাটে ঘরে-বাইরে ভারতের অবস্থা এখন ল্যাজেগোবরে। রোহিত শর্মারা ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছেন। অস্ট্রেলিয়ায় ভারতীয় এ দলের অবস্থাও ভালো নয়। প্রথম চারদিনের ম্যাচটি হেরেছে। ধুঁকছে দ্বিতীয় ম্যাচেও। এই আবহে শুক্রবার দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টি-২০ সিরিজে নামছে টিম ইন্ডিয়া। তবে এই ম্যাচে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
বিশ্বকাপ জয়ের পর কুড়ি ওভারের ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজার মতো সিনিয়ররা। বলা ভালো, সূর্যকুমার যাদবের নেতৃত্বে আগামীর পথ চলা শুরু হয়েছে এক ঝাঁক তরুণ ক্রিকেটারকে নিয়ে। বিশ্বকাপের পর এখনও পর্যন্ত ভারত তিনটি টি-২০ সিরিজের সবক’টিতেই জিতেছে। জিম্বাবোয়ে, শ্রীলঙ্কার পাশাপাশি ঘরের মাঠে বাংলাদেশকে বশ মানিয়েছেন সূর্যরা। সেই নিরিখে বলা যায়, দক্ষিণ আফ্রিকা সফর তাঁদের কাছে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। ভারতীয় ক্রিকেটাররা তা নিয়ে যে বেশি চিন্তিত নন, সেটা অভিষেক শর্মার কথাতেই স্পষ্ট। ভারতের এই তরুণ ওপেনার কেরিয়ারের শুরু করেছেন সাড়া জাগিয়ে। তাঁকে অনেকেই যুবরাজ সিংয়ের উত্তরসূরি হিসেবে দেখছেন। অভিষেক নিজেও গুরু মানেন যুবিপাজিকে। পুরানো ভিডিও ফুটেজ দেখে উজ্জীবিত হওয়ার চেষ্টা করেন। ডারবানে ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ। টিভিতে দেখা সেই মুহূর্ত ডারবানের সবুজ গালিচায় পা রেখে খোঁজার চেষ্টা করেছেন অভিষেক। প্রথম টি-২০’তে তিনিও যুবির ধাঁচে ব্যাট করতে চান বলে জানিয়েছেন। তবে জিম্বাবোয়ে সফরে সেঞ্চুরি হাঁকানোর পর অভিষেকের ব্যাটে রানের খরা দেখা দেয়। শেষ ছ’টা ইনিংসে তাঁর সর্বাধিক স্কোর ১৬। এই সিরিজ তাই অভিষেকের কেরিয়ারের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। ওপেনিং জুটিতে তাঁর সঙ্গী হতে পারেন সঞ্জু স্যামসন। বাংলাদেশের বিরুদ্ধে ৪৭ বলে ১১১ রান করেছিলেন কেরলের তারকা ক্রিকেটারটি। রোহিতের অনুপস্থিতিতে তাঁকে ওপেনার হিসেবেই দেখা হচ্ছে। এছাড়া ভারতের ব্যাটিংয়ে বড় ভরসা ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, তিলক ভার্মা ও অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তবে বৃহস্পতিবার নেটে ব্যাট করার সময় হাতে চোট পান সূর্য। তাঁকে নিয়ে চিন্তায় টিম ম্যানেজমেন্ট। নজর থাকবে রিঙ্কুর উপরও। ভারতের পেস আক্রমণে অর্শদীপ সিং ও আভেশ খানের খেলা একপ্রকার নিশ্চিত। তৃতীয় পেসার হওয়ার দৌড়ে যশ দয়াল ও বিশাক বিজয়কুমার। স্পিন বিভাগে অক্ষরের সঙ্গে লড়াইয়ে রয়েছেন রবি বিষ্ণোই ও বরুণ চক্রবর্তী।
বিশ্বকাপের ফাইনালে হারের বদলা নিতে মরিয়া থাকবে প্রোটিয়া বাহিনী। তবে সাম্প্রতিক ফর্ম আইডেন মার্করামদের বিরুদ্ধে। গত সিরিজে আয়ারল্যান্ডের সঙ্গে তারা ১-১ ড্র করেছিল। তার আগে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে। তাই ভারতের বিরুদ্ধে এবার ঘরের মাঠেও সহজ হবে না তাদের লক্ষ্যপূরণ।
ম্যাচ শুরু ভারতীয় সময় রাত ৮-৩০ মিনিটে। 
স্পোর্টস ১৮ চ্যানেলে সম্প্রচার।
17h 17m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বাত বা নার্ভের রোগ বৃদ্ধিতে বিড়ম্বনা। শত্রুপক্ষের চাতুরিতে ব্যবসায় মন্দা আসতে পারে। যান চালনায় সতর্ক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৪৪ টাকা৮৫.১৮ টাকা
পাউন্ড১০৭.০২ টাকা১১০.৭৯ টাকা
ইউরো৮৮.৮৫ টাকা৯২.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা