রাজ্য

আরও বাড়ছে পেঁয়াজের দাম, মহারাষ্ট্রে নির্বাচনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভিন রাজ্য থেকে আসা পেঁয়াজের দাম আরও বেড়ে গিয়েছে। রাজ্য সরকার গঠিত টাস্ক ফোর্স সূত্রে জানা গিয়েছে, দীপাবলি-কালীপুজোর সময় কলকাতার পাইকারি বাজারে যে পেঁয়াজ এসেছিল, তার দাম ছিল কেজিতে ৪৮-৪৯ টাকার আশপাশে। শুক্রবার তা বেড়ে ৫৭ টাকা হয়েছে। টাস্ক ফোর্সের পক্ষ থেকে নবান্নের শীর্ষস্তরে বিষয়টি জানানো হয়েছে। পেঁয়াজের সরবরাহ এখন মূলত হচ্ছে মহারাষ্ট্র থেকে। সেখানকার পাইকারি বাজারেই এখন দাম ৫৪ টাকার আশপাশে। টাস্ক ফোর্সের এক সদস্য শুক্রবার জানিয়েছেন, কয়েকটি রাজ্যে পাইকারি বাজারে পেঁয়াজের দাম ৬০ টাকা ছাড়িয়েছে। কলকাতায়  দাম এখনও তুলনায় কিছুটা কম আছে। খুচরো বাজারে পেঁয়াজ বেশ কিছুদিন ধরে ৬৫-৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। সেই দাম আরও কিছুটা বেড়েছে। সরকারি সুফল বাংলার স্টলে অবশ্য এদিনও ৪৪ এবং ৫০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। তবে পাইকারি বাজারে যেভাবে দাম বাড়ছে, তাতে এই দাম ধরে রাখতে গেলে রাজ্য সরকারকে কিছু ভর্তুকি দিতে হতে পারে। 
আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা ভোট। তা হয়ে যাওয়ার পর পরিস্থিতির কোনও পরিবর্তন হয় কি না, সেদিকে তাকিয়ে আছে ব্যবসায়ী মহল। সেই রাজ্যের প্রভাবশালী পেঁয়াজ চাষি ও ব্যবসায়ীদের খুশি করতে ভোটের আগে বিদেশে পেঁয়াজ রপ্তানির উপর বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। বাজারে জোগান কম থাকার পাশাপাশি রপ্তানির জন্য পেঁয়াজের দাম আরও বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ রাজ্যে উৎপাদিত পেঁয়াজের যে অংশ মজুত আছে, তার পরিমাণও খুব কম। তা থেকেই আবার বিভিন্ন গ্রামীণ এলাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে। কেন্দ্রীয় সরকারি সংস্থা নাফেড ৩৫ টাকা কেজি দরে কিছু পেঁয়াজ সরবরাহ করলেও সেগুলির গুণগত মান খারাপ বলে অভিযোগ। অনেক পেঁয়াজ ফেলে দিতে হচ্ছে। ফলে যেটুকু ভালো পেঁয়াজ পাওয়া যাচ্ছে, তার দামও বেশি থাকছে। 
27d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো সঞ্চয় ও শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থ লাভের যোগ প্রবল। মানসিক অস্থিরতা থাকবে। সন্তানের...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা