রাজ্য

অভয়া কাণ্ডে সিবিআইয়েই ভরসা, বিচার চলবে রাজ্যে, আইনজীবীকে ধমক ক্ষুব্ধ সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলার বিচার বাংলা থেকে সরানোর দাবি খারিজ। বিচার প্রক্রিয়া চলবে রা঩জ্যেই। বৃহস্পতিবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এই কাণ্ডে শীর্ষ আদালত স্বতঃপ্রণোদিত হয়ে মামলা হাতে নিয়েছে। গত দু’দিন ধরে তার শুনানি পিছিয়ে যাচ্ছিল। এদিন মামলাটি উঠতেই ভিনরাজ্যে বিচার প্রক্রিয়া সরানোর দাবি তোলেন এক আইনজীবী। পত্রপাঠ সেই আর্জি খারিজ করে দেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। বলেন, ‘সোমবার ১১ নভেম্বর থেকে নিম্ন আদালতে বিচার শুরু হচ্ছে আর জি কর মামলার। নিম্ন আদালতের উপর আমাদের ভরসা রয়েছে।’ এমনকী এদিন সিবিআইয়ের তদন্ত সংক্রান্ত স্টেটাস রিপোর্ট দেখেও সন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। জানিয়ে দেওয়া হয়েছে, তদন্ত চলবে। শুধু ধর্ষণ-খুন নয়, আর্থিক দুর্নীতির অভিযোগেরও।
এক আইনজীবী তো এদিন আরও একধাপ এগিয়ে পশ্চিমবঙ্গে বিচারব্যবস্থা ও পুলিসের উপর ভরসা নেই বলেও অভিযোগ করেন। সেকথা শোনা মাত্র কড়া ধমক দেন দেশের প্রধান বিচারপতি চন্দ্রচূড়, ‘কে বলেছে আপনাকে এসব কথা? ক্যান্টিনের গসিপ আদালতের অন্দরে নিয়ে আসবেন না। তাছাড়া বাংলার মানুষের হয়ে যে দাবি তুলছেন, কার আইনজীবী আপনি?’ যদিও ওই আইনজীবী নিজের পরিচয় দেননি। ধমক খেয়ে অন্যদের ভিড়ে মিশে যান।
সিবিআইয়ের তদন্তের রিপোর্ট নিয়ে সওয়াল খাড়া করেন মামলার এক আইনজীবী ফিরোজ এডুলজি। তিনি বলেন, ‘৯৩ দিন হয়ে গেল। সিবিআই নতুন কিছু বলতে পারল না।’ তখনই তাঁর কথা কেড়ে নিয়ে এক আইনজীবী রাজ্যের বাইরে মামলার বিচার প্রক্রিয়া সরানোর আবেদন করেন। তা শুনে প্রধান বিচারপতি বলেন, ‘চার্জশিট হয়ে গিয়েছে। চার্জ ফ্রেম হয়ে গিয়েছে। তাই নিম্ন আদালতেই বিচার চলবে। তাছাড়া ট্রায়াল কোর্টে জেলা বিচারকের কাছে যথেষ্ট ক্ষমতা রয়েছে। তিনি চাইলে তদন্তের নতুন নির্দেশও দিতে পারেন। আমরা এ ব্যাপারে হস্তক্ষেপ করছি না।’
দেশজুড়ে ডাক্তারদের নিরাপত্তায় এদিন একটি রিপোর্ট জমা দিয়েছে  সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত ন্যাশনাল টাস্ক ফোর্স। সেখানে কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। গোটা দেশের সরকারি-বেসরকারি হাসপাতালেই তা কার্যকর করতে হবে বলেই নির্দেশ দেন প্রধান বিচারপতি। আগের শুনানিতে আর জি করে ভাঙচুর, সিভিক ভলান্টিয়ারদের ডিউটি নিয়ে রাজ্যকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। এদিন অবশ্য সেই প্রসঙ্গ ওঠেনি। 
আর জি কর মামলার দেশের প্রধান বিচারপতি হিসেবে চন্দ্রচূড়ের এটাই শেষ শুনানি। রবিবার তাঁর কর্মজীবনের অন্তিম দিন। সেই হিসেবে আজ, শুক্রবারই তিনি শেষবারের মতো এজলাসে বসবেন। তবে এরপর অন্য যে বেঞ্চ আর জি কর মামলা শুনবে, সেখানে বিচারপতি জে বি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র থাকবেন। আগামী ১০ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা