রাজ্য

পঞ্চদশ অর্থ কমিশন: পড়ে রয়েছে প্রায় ২০০০ কোটি টাকা, রাজ্যের নজরে আট জেলা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি অর্থবর্ষ শেষ হতে আর তিন মাসও বাকি নেই। কিন্তু এখনও খরচ হয়নি পঞ্চদশ অর্থ কমিশনের প্রায় ২০০০ কোটি টাকা। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে এই অঙ্কের টাকার কাজ সুনিশ্চিত করতে প্রত্যেক জেলাকে নির্দেশিকা পাঠানো হল রাজ্যের তরফে। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাজ্যস্তরের প্রশাসনিক পর্যালোচনা বৈঠক থেকে চলতি অর্থবর্ষের বাজেট বরাদ্দের টাকা মার্চের মধ্যে খরচ নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ, ‘মার্চের মধ্যে অনগোয়িং প্রকল্পগুলি শেষ করতে হবে। কিন্তু তাড়াতাড়ি খরচ দেখাতে গিয়ে এমন কিছু করবেন না, যাতে কাজই না হয়। মনে রাখবেন, এটা কোনও এনজয় করার টাকা নয়। এটা জনগণের টাকা। যা আমাদের কাছে বহু মূল্যবান। ফলে কাজে গতি আনুন।’
প্রশাসনিক সূত্রে খবর, পঞ্চদশ অর্থ কমিশনের মোট ৫,১৬৬ কোটি টাকার মধ্যে এখনও পর্যন্ত প্রায় ৩২০০ কোটি টাকার কাজ করতে পেরেছে জেলাগুলি। বাকি রয়েছে প্রায় ২০০০ কোটি টাকা অর্থমূল্যের কাজ। এক্ষেত্রে সবথেকে খারাপ অবস্থায় রয়েছে আটটি জেলা—দক্ষিণ দিনাজপুর, হাওড়া, দার্জিলিং, পুরুলিয়া, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। রাজ্যের সমস্ত জেলার মধ্যে সর্বাধিক অর্থ বরাদ্দ হয়েছে দক্ষিণ ২৪ পরগনা (৫৩০ কোটি টাকা) ও মুর্শিদাবাদের (৪৯৬ কোটি) জন্য। এই দুই জেলাতেই সব থেকে কম খরচ হয়েছে বলে তথ্য উঠে এসেছে রাজ্যের রিপোর্টে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় এখনও ২৫২ কোটি টাকার কাজ বাকি রয়েছে। মুর্শিদাবাদে বাকি রয়েছে ২৩৭ কোটি টাকার কাজ। পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় কাজের করার নিরিখে এক নম্বরে রয়েছে কোচবিহার জেলা। সেখানে মোট বরাদ্দের ৭৮.৮৪ শতাংশ টাকার কাজ হয়ে গিয়েছে। ৭৮.৫৬ শতাংশ টাকা খরচ করে দ্বিতীয় স্থানে রয়েছে নদীয়া জেলা। 
এই পরিস্থিতিতে পিছিয়ে থাকা জেলাগুলিকে নিয়ে পঞ্চায়েত দপ্তরের তরফে আলাদা বৈঠক করা হতে পারে বলে জানা গিয়েছে। কেন নির্দিষ্ট সময়ের মধ্যে এই জেলাগুলিতে আশানুরূপ কাজ এগয়নি, তা খতিয়ে দেখা হবে। জেলা প্রশাসন কাজ করার ক্ষেত্রে কোনও সমস্যার সম্মুখীন হলে কীভাবে প্রয়োজনীয় সহায়তা করা যায়, তা নিয়েও পরিকল্পনা শুরু হয়েছে বলে খবর। 
1d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     January,   2025
দিন পঞ্জিকা