রাজ্য

মধ্যপ্রদেশ থেকে কলকাতায় ৮৬৭ কেজি গাঁজা, ৬ বছর পর দোষী সাব্যস্ত পাচারকারী

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মধ্যপ্রদেশ থেকে লরির কেবিনে ৪০টি বাক্সে পাচার হচ্ছিল ৮৬৭ কিলো গাঁজা। তা নিয়ে কলকাতায় আসার পর পুলিসের হাতে ধরা পড়েছিল লরিচালক। ছ’বছর পর ধৃত গোবর্ধন গোন্ড (৪০) নামে ওই পাচারকারীকে দোষী সাব্যস্ত করল আদালত। শনিবার বিচারভবনের বিশেষ আদালতের বিচারক রোহন সিনহা মাদক আইনের বিভিন্ন ধারায় ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেন। সোমবার সাজার মেয়াদ ঘোষণা হবে। কলকাতা নগর দায়রা আদালতের মুখ্য সরকারি কৌঁসুলি দীপঙ্কর কুণ্ডু জানান, গোপন সৃত্রে খবর পেয়ে ২০১৯ সালে কলকাতা পুলিসের এসটিএফের গোয়েন্দারা পোস্তার কালীপ্রসন্ন টেগোর রোডে হানা দিয়ে গাঁজা উদ্ধার করেছিল। গ্রেপ্তার হয় লরিচালক। বাজেয়াপ্ত করা হয় লরি। পুলিসের কাছে ধৃত জানায়, শহরের একটি চক্রের কাছে গাঁজা পাচার করতে এসেছিল। সে গাঁজার নমুনা পাঠানো হয় পরীক্ষাগারে। ধৃতের জামিনের আর্জি একাধিকবার নাকচ করে আদালত। মামলার বিশেষ সরকারি কৌঁসুলি সমীরকুমার শীল বলেন, চার্জশিট পেশ করেছেন তদন্তকারী মৃত্যুঞ্জয় মণ্ডল। মামলায় সাক্ষ্য দেন সাতজন। শেষপর্যন্ত অপরাধী দোষী সাব্যস্ত হওয়ায় আমরা খুশি। যদিও এদিন ধৃতের তরফে দাবি করা হয়েছে, সে ঘটনার শিকার। 
1d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     January,   2025
দিন পঞ্জিকা