রাজ্য

কারও কথায় আমাকে ভুল বুঝে মুখ ফেরাবেন না, ছটে বার্তা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেউ কেউ চক্রান্ত করে ভুল বোঝাবে। আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করবে। কিন্তু, সেটা হতে দেবেন না। ভুল বুঝে দূরে সরিয়ে দেবেন না। বাংলাকে নিজের ঘর ভাবুন। বৃহস্পতিবার, দইঘাটে ছটপুজো উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এই আবগমথিত বার্তাই শোনা গেল মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। এদিন বিকেলে ছটের শুভেচ্ছা জানাতে প্রথমে তক্তাঘাট ও পরে দইঘাটে যান মুখ্যমন্ত্রী। দু’জায়গাতেই হিন্দিতে তাঁর বলা বক্তব্যের মর্মার্থ ছিল এটাই। রাজনৈতিক মহল মনে করছে, গত বিধানসভা কিংবা সাম্প্রতিক লোকসভা ভোটেও যেভাবে রাজ্যের বেশিরভাগ হিন্দিভাষী ‘পকেটে’ ভোটাররা বিজেপির দিকে ঝুঁকেছেন, তা স্বাভাবিকভাবেই তৃণমূলের কাছে অস্বস্তির। সেই  প্রেক্ষিতেই বিজেপির নাম না করে মুখ্যমন্ত্রী এমন কথা বলেছেন বলে মত তথ্যভিজ্ঞ মহলের। এদিন গোটা-পর্বে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায়, রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার সহ অন্যান্যরাও ছিলেন। 
প্রতিবারের মতো এবারও নির্ধারিত সময় ৪টের কিছু আগেই তক্তাঘাটে পৌঁছন মমতা। আগে থেকেই সেখানে পুণ্যার্থীরা পুজো করার জন্য দলে দলে যাচ্ছিলেন গঙ্গার অভিমুখে। গাড়ি থেকে নেমে তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে করতে হেঁটেই মঞ্চে ওঠেন মুখ্যমন্ত্রী। সেখানে কলকাতা সহ বিভিন্ন জেলার ১৫টি ঘাটে ভার্চুয়ালি অনুষ্ঠানের সূচনা করেন তিনি। সেখানে বক্তব্য রাখার পর মুখ্যমন্ত্রী স্ব-পার্ষদ দইঘাটের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে গিয়ে সূর্য মন্দিরে পুজো দেন। এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে দইঘাটের সংস্কার ও সূর্য মন্দির নতুন করে বানানোর প্রসঙ্গ। বিজেপির নাম না পরোক্ষেভাবে হিন্দিভাষাভাষির মানুষের কাছে মমতার আবেদন—‘আপনারা বিশ্বাস রাখুন। কোনও সমস্যা থাকলে, অভিযোগ থাকলে বলবেন। কিন্তু ভুল ভেবে মুখ ফিরিয়ে থাকবেন না। বাংলাকে নিজের ঘর ভাবুন। বাংলায় আমরা সব ধর্ম, জাতির মানুষেরা একসঙ্গে থাকি। সেটাই বাংলার ঐতিহ্য, পরম্পরা। কেউ কেউ ধর্মে ধর্মে বিভেদ লাগিয়ে ভাগ করতে চায়। কিন্তু আমি সেটার বিরুদ্ধে। জীবন দিতে রাজি। কিন্তু ভাগ করতে দেব না। এটাই ইন্ডিয়া।’ হিন্দিভাষী মানুষেরা তাঁর কতটা কাছের সেটা বোঝাতে গিয়ে নিজের নিরাপত্তা আধিকারিক ও গাড়ির চালকের কথাও উল্লেখ্য করেন মমতা। বলেন, ওরা বিহারের মানুষ। ওদের থেকে ঠেকুয়া নিয়ে খাই। 
পাশাপাশি, এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবার থেকে প্রতি বছর দুর্গাপুজোর মতোই ছটের জন্যও গান লিখবেন তিনি। নিরাপত্তার স্বার্থে সকলকে ধীরে সুস্থে ছট পালনের পরামর্শও দেন মমতা। বলেন, জলের নেমে পুজো করতে হয়। তাই, হুড়োহুড়ি করবেন না। একসঙ্গে বেশি লোক চলে নামার চেষ্টা করলে তো স্ট্যাম্পেড হয়ে যাবেন। কেউ কিছু বললে শুনবেন না। গ্রুপ করে পুজো করুন! 
ছটপুজো উদযাপনে দইঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার অতূণ বন্দ্যোপাধ্যায়ের তোলা ছবি।
17h 17m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বাত বা নার্ভের রোগ বৃদ্ধিতে বিড়ম্বনা। শত্রুপক্ষের চাতুরিতে ব্যবসায় মন্দা আসতে পারে। যান চালনায় সতর্ক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৪৪ টাকা৮৫.১৮ টাকা
পাউন্ড১০৭.০২ টাকা১১০.৭৯ টাকা
ইউরো৮৮.৮৫ টাকা৯২.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা