রাজ্য

পদ থাকবে তো? পুর এলাকায় উদ্বেগে তৃণমূলের পদাধিকারী ও কাউন্সিলাররা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোন পুরসভার চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান পদ খোয়াতে চলেছেন? কোন কোন কাউন্সিলারের কাজকর্মে দলের শীর্ষ নেতৃত্ব অসন্তুষ্ট? এসব প্রশ্নে তুমুল শোরগোল চলছে তৃণমূলের অন্দরে। কে বাদ পড়ছেন, সেই জায়গায় কে আসবেন—তা নিয়ে জেলায় জেলায় চলছে চুলচেরা বিশ্লেষণ। 
দলের সাংগঠনিক ক্ষেত্রে সম্ভাব্য রদবদল নিয়ে লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই আলোচনা চলছে। সেই জল্পনা আরও গতি পায় গত ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশের পর থেকে। সেখানে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়ে বলেছিলেন, ‘যা হবে, তিন মাসের মধ্যেই দেখতে পাবেন।’ কোথায়, কোন পদে বদল হবে, বৃহস্পতিবার অভিষেকের বক্তব্যে তাও খানিকটা স্পষ্ট হয়ে গেল। তিনি জানিয়েছেন, জেলা ভিত্তিক একটি রিপোর্ট তৈরি করে রদবদলের প্রস্তাব নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দেওয়া হয়েছে। তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। জানা গিয়েছে, মূলত লোকসভা ভোটের ফলাফল এবং পুর-এলাকায় জনপ্রতিনিধিদের পারফরম্যান্স বা যোগ্যতার ভিত্তিতে এই রিপোর্ট তৈরি করেছেন অভিষেক। সাংগঠনিক রদবদলের বিষয়টি অভিষেক খোলসা করে দেওয়ার পরই তৃণমূলের জেলাস্তরে শোরগোল পড়েছে। অভিষেকের রিপোর্টে কলকাতার কাউন্সিলারদের পারফরম্যান্সের উল্লেখ না থাকায় তাঁরা অনেকেটাই নিশ্চিন্ত। কিন্তু রাজ্যের বাদবাকি পুরসভার জনপ্রতিনিধিদের মধ্যে পদ খোয়ানোর আতঙ্ক দানা বেঁধেছে। ইতিমধ্যে জেলার নেতারা যোগাযোগ শুরু করে দিয়েছেন রাজ্যস্তরের নেতাদের সঙ্গে। লোকসভা ভোটের ফলের নিরিখে যে পুরসভা এলাকায় তৃণমূল পিছিয়ে রয়েছে, সেখানকার জনপ্রতিনিধিরা বেশি উদ্বিগ্ন। আবার যাঁদের বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ রয়েছে, তাঁদের মনেও পদ খোয়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। রদবদলের তালিকায় তৃণমূলের জেলা সভাপতি ও টাউন সভাপতিরাও রয়েছেন বলে খবর। তৃণমূলের এক শীর্ষনেতা বলেন, ‘যে ব্যক্তি দলের থেকে নিজেকে বড় মনে করছেন, তাঁরা নজরে রয়েছেন। তাছাড়া, জনপ্রতিনিধি হিসেবে যাঁরা নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ব্যর্থ বা বিচ্যুত হয়েছেন, তাঁদের বিষয়টিও দল কড়া নজরে দেখছে।’ 
29d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মরশুমি রোগের ভোগান্তিতে স্বাস্থ্যহানির যোগ প্রবল। কাজকর্মে কিছুটা আলস্য ভাব আসতে পারে। বিদ্যায় উন্নতির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৬.১২ টাকা১০৯.৮৭ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.২৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা