রাজ্য

৫৬৭ কোটির দুর্নীতি ডাবল ইঞ্জিন অসমে, পিএম কিষানে ক্যাগের রিপোর্ট

বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: অনিয়মের অজুহাতে বিরোধীশাসিত বাংলায় ১০০ দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আটকে রেখেছে মোদি সরকার। অথচ তার উল্টো ছবি বিজেপির ডাবল ইঞ্জিন রাজ্যগুলিতে। সেখানে কেন্দ্রীয় প্রকল্পে বারবার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠলেও বরাদ্দ বন্ধ হয়নি। এবার সেই তালিকায় জুড়ল বাংলার প্রতিবেশী রাজ্য অসমের নাম। সেখানে স্বয়ং নরেন্দ্র মোদির সাধের পিএম কিষান সম্মান নিধি প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতি ধরা পড়ল কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (ক্যাগ) রিপোর্টে। আঙুল উঠেছে খোদ বিজেপির হিন্দুত্বের ‘পোস্টার বয়’ হিমন্ত বিশ্বশর্মার সরকারের বিরুদ্ধে। দুর্নীতির অঙ্কটাও চোখ কপালে ওঠার মতো—৫৬৭ কোটি টাকা। ক্যাগ রিপোর্ট বলছে, অসমে এই প্রকল্পে ১৫ লক্ষেরও বেশি সুবিধাভোগীই আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য নয়। এমনকী তাদের মধ্যে ৭২ শতাংশ ভুয়ো। এহেন ভুয়ো উপভোক্তার সংখ্যা মোট ১১,৩১,১৫২ জন। বাস্তবে তাদের কারও খোঁজ পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। তাঁর অভিযোগ, কৃষকদের সঙ্গে ‘প্রতারণা’ করেছে অসমের বিজেপি সরকার।
কৃষকদের আর্থিকভাবে সহায়তার লক্ষ্যেই মোদি সরকারের এই প্রকল্প। প্রতি বছর তিন কিস্তিতে মোট ছ’হাজার টাকা সরাসরি চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠায় কেন্দ্র। অসম বিধানসভায় ক্যাগের যে রিপোর্ট জমা পড়েছে, তাতে স্পষ্ট যে ডাবল ইঞ্জিন এই রাজ্যে প্রকল্পটির বাস্তবায়নে ব্যাপক জালিয়াতি হয়েছে। এর জন্য দায়ী প্রশাসনিক ত্রুটি। ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত পিএম কিষানের মূল্যায়ন করেছে ক্যাগ। দেখা গিয়েছে, এই সময়কালে ৪১,৮৭,০২৩টি আবেদনের মধ্যে ১০,৬৬,৫৯৩টি (প্রায় ২৫ শতাংশ) অযোগ্য। এমনকী, গত ২০২০ সালের মে-জুলাই মাসে অসম সরকারের তদন্তেই উঠেছে এসেছিল যে, ৩১,২০,৪৩০ জন অনুমোদিত সুবিধাভোগীর ৩৭ শতাংশই অযোগ্য হওয়া সত্ত্বেও পিএম কিষানের টাকা পেয়েছেন। বিজেপির হিমন্ত বিশ্বশর্মা সরকারের বিরুদ্ধে অভিযোগ, ভুয়ো উপভোক্তাদের চিহ্নিত করা সত্ত্বেও টাকা উদ্ধারের চেষ্টা করা হয়নি। ২০২১ সালের অক্টোবর পর্যন্ত মাত্র ০.২৪ শতাংশ অর্থ ফেরত পাওয়া গিয়েছে। সেটুকুও অবশ্য হাতে পায়নি কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক। ক্যাগ সাফ জানিয়েছে, অযোগ্য উপভোক্তাদের অনেকেই কৃষক নন। সরকারী কর্মচারী, এমনকী পেনশনভোগীরা পর্যন্ত রয়েছেন সেই তালিকায়।
বরপেটা সহ ১১টি জেলাজুড়ে মূল্যায়নের কাজ চালিয়েছে ক্যাগ। এর মধ্যে বরাপেটাতেই সর্বাধিক বেশি ভুয়ো উপভোক্তা কিংবা দুর্নীতির হদিশ মিলেছে। ক্যাগ রিপোর্টে দেখা গিয়েছে, সর্বত্রই সুবিধাভোগীদের পরিচয় যাচাই ও গোটা প্রক্রিয়ার তদারকিতে গাফিলতি ছিল। মোট ২২টি ব্লকের রেকর্ড পরীক্ষা করে দেখা গিয়েছে, সেখানে জমির মালিক ও কৃষকদের কোনও ডেটাবেস বা তথ্যভাণ্ডার রাখা হয়নি। তবে সবথেকে উদ্বেগজনক অভিযোগ হল, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যের অপব্যবহার। ১০টি জেলায় একই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে তিন হাজারেরও বেশি উপভোক্তার নাম নথিভুক্ত করা হয়েছে। ইতিমধ্যে এই মামলায় ৯৮ জন কৃষি উন্নয়ন আধিকারিকের নাম জড়িয়েছে। ফলে মুখ পুড়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার।
25d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা