রাজ্য

এবার ডাক্তারি পরীক্ষার লাইভ স্ট্রিমিং, স্বচ্ছতা আনতে কড়া নবান্ন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জুনিয়র ডাক্তারদের কাছে কয়েক মাস সময় চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্বাস দিয়েছিলেন, যেখানে যা দুর্নীতি হয়েছে, ওই সময়ের মধ্যে তা বন্ধ করার আপ্রাণ চেষ্টা করবেন তিনি। প্রতিশ্রুতি পালনে মুখ্যমন্ত্রী যে কতটা আন্তরিক, তা ফের প্রমাণিত হল। ডাক্তারি পরীক্ষার সময় যে কোনও রকমের টোকাটুকি, অনিয়ম ও দুর্নীতি আটকাতে লাইভ স্ট্রিমিং চালু করার সিদ্ধান্ত নিল তাঁর প্রশাসন।
ওয়াকিবহাল মহলের ধারণা, মুখ্যমন্ত্র্রীর এই সিদ্ধান্ত মাস্টারস্ট্রোকেরই শামিল। কারণ, রাজ্যের শীর্ষ প্রশাসনের সঙ্গে বৈঠকের সময় যাতে স্বচ্ছতা বজায় থাকে, সেজন্য বারবার লাইভ স্ট্রিমিংয়ের দাবি জানিয়ে আসছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। আর সেই স্বচ্ছতা ইস্যুকে সামনে রেখেই ডাক্তারি পরীক্ষায় লাইভ স্ট্রিমিং চালুর ব্যাপারে সবুজ সঙ্কেত দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। 
যে কোনও কেন্দ্রে চলা পরীক্ষা যাতে বিশ্ববিদ্যালয়ের সুনির্দিষ্ট সংরক্ষিত কক্ষ থেকে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে দেখা যায়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুধু তাই নয়, ডাক্তারির মতো স্পর্শকাতর পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ১৩ দফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের নিয়ে হওয়া ৩০ অক্টোবরের বৈঠকে এই এসওপি নেওয়া হয়েছে।
পাঁচ পাতার ওই ‘রিপোর্টে’ বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রের সিসি ক্যামেরার ফুটেজ এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে হবে। পরীক্ষার হলের ফুটেজ রোজ পাঠাতে হবে বিশ্ববিদ্যালয়ে। পরীক্ষা শেষ হওয়ার তিন দিনের মধ্যে সেই ফুটেজ পৌঁছতে হবেই। এর অন্যথা হলে সেই মেডিক্যাল প্রতিষ্ঠান বা মেডিক্যাল কলেজের ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফলাফল বেরনো বন্ধ করে দেওয়া হবে। পরীক্ষক নিয়োগ, পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় কড়াকড়ি (ফ্রিস্কিং) সহ অজস্র বিষয়ের উল্লেখ রয়েছে এই নির্দেশনামায়। প্রশ্নপত্র ছাপা, প্রশ্নপত্র খোলা সহ অজস্র স্পর্শকাতর বিষয়ে গোটাটাই সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। পরীক্ষা কেন্দ্রের বাথরুমকে ‘দুর্নীতির স্বর্গ’ বলে আখ্যা দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওই নোটে। বাথরুমে যাওয়ার নাম করে টোকাটুকি  এবং অনিয়ম রুখতে কড়া পদক্ষেপ নেওবার কথা বলা হয়েছে। কী পদক্ষেপ? বলা হয়েছে, পরিদর্শক পরীক্ষার হলের পাশাপাশি বাথরুমেও মাঝে মাঝে গিয়ে রাউন্ড দিয়ে আসবেন। পরীক্ষার্থী কখন বাথরুমে গেলেন এবং কখন ফিরলেন, সেই নোটও রাখতে বলা হয়েছে। শুধু তাই নয়, সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পরীক্ষা শুরুর প্রথম আধঘণ্টা এবং শেষ আধঘণ্টায় কোনও পরীক্ষার্থীকে বাথরুমে যেতে দেওয়া হবে না। এ বিষয়ে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের এক পদস্থ সূত্র জানিয়েছেন, ‘গত কয়েক বছর ধরে একাধিক বৈঠকে এই সমস্ত সিদ্ধান্ত  আমরা পাশ করিয়ে নিয়েছি। এবার প্রয়োগের পালা। সমস্ত স্তরের সহযোগিতা পেলে আশা করছি ডাক্তারি পরীক্ষা অনেকটাই দুর্নীতিমুক্ত হবে।’
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা