খেলা

ইস্ট বেঙ্গলকেই এগিয়ে রাখছেন ডগলাস

সৌগত গঙ্গোপাধ্যায়, কলকাতা: ময়দানের খুবই জনপ্রিয় নাম ডগলাস ডি’সিলভা। ব্রাজিলিয়ান এই ফুটবলার তিন প্রধানেই দাপিয়ে খেলেছেন। ইস্ট বেঙ্গলের আশিয়ান জয়ের অন্যতম সদস্য তিনি। সম্প্রতি এক অ্যাকাডেমির কোচ হিসেবে কলকাতায় ফিরেছেন প্রাক্তন তারকা ডিফেন্ডার। মিনি ডার্বির আগে বৃহস্পতিবার খিদিরপুরের সেন্ট টমাস চার্চের গেস্ট হাউসে বর্তমানকে একান্ত সাক্ষাত্কার দিলেন ডগলাস।
প্রশ্ন: ফের কলকাতায় ফিরতে পেরে কেমন লাগছে?
ডগলাস: এই শহর আমার খুব প্রিয়। খেলোয়াড়ি জীবনে কলকাতায় প্রতিটি মুহূর্ত দারুণ উপভোগ করেছি। এখন অবশ্য অনেককিছুই বদলে গিয়েছে। আবেগ হয়তো রয়েছে, তবে আগের মতো ফুটবলারদের নিয়ে মাতামাতি হয় না। ক্লোজড ডোরের যুগে ফুটবলারদের দেখলে মনে হয় জেলে রয়েছে।
প্রশ্ন: আপনি তিন প্রধানেই খেলেছেন। সময়ের সঙ্গে ভারতীয় ফুটবলে কী পরিবর্তন হয়েছে?
ডগলাস: হিউজ! ফিফা র‌্যাঙ্কিংয়ের দিকে তাকালেই ভারতীয় ফুটবলের ‘উন্নতি’ চোখে পড়বে। আমি যখন খেলতে এসেছিলাম তখন ভারত একশোর মধ্যে থাকত। এখন ১২৫।
প্রশ্ন: অবনতি ঠিক কোন জায়গায় বলে আপনার মনে হয়? 
ডগলাস: আগে ভারতীয় ফুটবলাররাও কোনও অংশে কম ছিল না। জো পল আনচেরি, আইএম বিজয়ন, মহেশ গাওলি, বাইচুং ভুটিয়ার মতো ফুটবলার এখন নেই। আসলে গ্রাসরুট ডেভেলপমেন্ট হচ্ছে না।
প্রশ্ন: শনিবার আইএসএলে মিনি ডার্বি। কাকে এগিয়ে রাখবেন?
ডগলাস: এএফসি চ্যালেঞ্জ লিগে সাফল্যের নিরিখে ইস্ট বেঙ্গলকেই খানিকটা এগিয়ে। শেষ তিনটি ম্যাচ হেরে মহমেডানের আত্মবিশ্বাস তলানিতে। আমি ওদের কোচ হলে এই ম্যাচটা ডিফেন্সিভ খেলাতাম। কোনওভাবে হারতে চাইতাম না।
প্রশ্ন: নতুন কোচ অস্কার ব্রুজোঁর অধীনে কেমন দেখছেন ইস্ট বেঙ্গলকে?
ডগলাস: অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে টিমটাকে ঘেঁটে দিয়েছিলেন কার্লেস কুয়াদ্রাত। কখনও দেখতাম হেক্টর ইউস্তে মাঝমাঠে খেলছে, আবার শৌভিক রাইট ব্যাক। ব্রুজোঁ সবে দায়িত্ব নিয়েছেন। মাথায় রাখতে হবে, এএফসি চ্যালেঞ্জ লিগের  থেকে আইএসএলের টিমের মান ভালো। এই ইস্ট বেঙ্গল ‘অফ দ্য বল’ খেলতে পারে না। ব্রুজোঁকে এই সমস্যা দ্রুত মেটাতে হবে।
প্রশ্ন: আপনার চোখে সেরা ভারতীয় কোচ কে?
ডগলাস: অবশ্যই সুভাষ ভৌমিক। খুবই দূরদর্শী কোচ। ২৪ ঘণ্টা ফুটবল নিয়েই মজে থাকতেন। শুধু মাঠে কৌশল তৈরি নয়, প্লেয়ারদের আত্মবিশ্বাস জোগানো থেকে শুরু করে কী খাওয়া উচিত, কী নয়— সবকিছুর খেয়াল রাখতেন। উনিই আমায় ডিফেন্ডার থেকে মিডফিল্ডার করেছিলেন। 
প্রশ্ন: আর সেরা ভারতীয় ফুটবলার?
ডগলাস: (একটু ভেবে) আইএম বিজয়ন। ওকে দেখে মনে হতো বিদেশি ফুটবলার খেলছে।
25d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা