দেশ

মাটির তলায় কী, এবার ২০০ মিটার গভীর পর্যন্ত তথ্য-তলাশ দেবে ড্রোন
 

অলকাভ নিয়োগী, বিধাননগর: যুদ্ধক্ষেত্রে শুরু হয়েছে ড্রোনের ব্যবহার। অস্ত্র পরিবহণের সঙ্গে এক জায়গা থেকে অন্য জায়গায় যে কোনও মালপত্র দ্রুত পৌঁছে দিতেও তৈরি হয়েছে নানা ধরনের ড্রোন। এমনকী, সাড়ে ৩ হাজার ফুট উচ্চতায় আকাশপথে নজরদারিতেও তৈরি হয়েছে অত্যাধুনিক ড্রোন। এবার মাটির ২০০ মিটার গভীরে কী রয়েছে, সেই তথ্য জানিয়ে দেবে অত্যাধুনিক প্রযুক্তির ‘জিপিআর’ ড্রোন, যা দেশের প্রতিরক্ষা এবং শিল্পে ব্যবহার হতে পারে। প্রতিরক্ষায় ব্যবহার করার জন্য ইতিমধ্যে ‘স্ক্যান্ড্রন’ সংস্থা এই ড্রোন তৈরি করে ফেলেছে। পরীক্ষামূলকভাবেও তাতে সফলতা মিলেছে।
৫ ও ৬ নভেম্বর কলকাতায় দু’দিন ধরে অনুষ্ঠিত হল ‘ইস্ট টেক-২০২৪’। প্রতিরক্ষায় কী কী নতুন প্রযুক্তির অস্ত্র ও সরঞ্জাম ব্যবহার হতে পারে, তার প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। প্রতিরক্ষার কাজের জন্য‌ স্ক্যান্ড্রন সংস্থা এই নতুন প্রযুক্তির জিপিআর ড্রোন প্রদর্শন করে। সংস্থার সিইও অর্জুন নায়েক হাজির ছিলেন। তিনি সেনাকর্তাদের সামনে ড্রোনের বিষয়টি তুলে ধরেন। এই নামী সংস্থা নানা ধরনের কার্গো লজিস্টিক ড্রোনও বাজারে নিয়ে এসেছে। সেগুলিও প্রদর্শিত করা হয়। এই কার্গো ড্রোন ১৯ হাজার ফুট উচ্চতায় উড়তে পারে। অর্থাৎ, লাদাখ সহ একাধিক দুর্গম অঞ্চলে মালপত্র বহনে সেনার বিশেষ কাজে আসবে এই ড্রোন। 
জিআরপি ড্রোন কী? সংস্থার তরফে জানানো হয়েছে, ভূগর্ভস্থ তথা মাটির তলার জিনিসপত্র শনাক্তকরণের জন্য এই ড্রোন কাজ করবে। জিপিআরের পুরো অর্থ হল, গ্রাউন্ড পেনিট্রেটিং রেডার। আকারে বেশ বড়। দেখতে গোলাকার। ওড়ার জন্য গোলাকারভাবে ছ’টি ব্লেড রয়েছে। নীচে রয়েছে হাই সেন্সর। ওই সেন্সরই মাটির তলার গভীরের খোঁজ দেবে। দুর্গম পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করে। হিমবাহ, নদী সহ বিভিন্ন এলাকা দিয়ে সেনাদের যাতায়াত করতে হয়। এই ড্রোন বলে দিতে পারবে, কতটা খাদ রয়েছে। এছাড়াও, যে কোনও রাস্তার নীচে কী রয়েছে, এই ড্রোন তা শনাক্ত করে দেবে। ফলে, নিরাপত্তার ক্ষেত্রেও একটা বড় ভূমিকা পালন করবে জিপিআর ড্রোন। দ্বিতীয়ত, দেশের যে কোনও প্রান্তে শিল্পের ক্ষেত্রেও এই ড্রোন কাজে আসতে পারে। খনন ছাড়াই মাটির তলায় প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবে এই ড্রোন। এছাড়াও, পাইপ লাইন বসানো সহ তা অনেক কাজে আসতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে, প্রতিরক্ষার ক্ষেত্রে যুগান্তকারী হতে পারে এই অত্যাধুনিক ড্রোন।
19h 19m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে বা ব্যবসায়িক ক্ষেত্রে আকস্মিক বাধায় বিচলিত হতে পারেন। আর্থিক লেনদেনে বিশেষ সতর্ক হন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৪৪ টাকা৮৫.১৮ টাকা
পাউন্ড১০৭.০২ টাকা১১০.৭৯ টাকা
ইউরো৮৮.৮৫ টাকা৯২.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা