দেশ

খোদ মুখ্যমন্ত্রীর সিঙারা গায়েব! তদন্তে সিইআইডি, হিমাচলে হইচই

সিমলা, ৮ নভেম্বর: বাংলার সিঙারা ভারতের অন্য অংশে সমোসা নামে যতই পরিচিত হোক না কেন, তার জনপ্রিয়তায় কিন্তু ভাঁটা পড়েনি। রাজনীতির অন্দরেও কিন্তু এই সমোসা বা সিঙারার দ্বার একেবারে অবারিত। এবার ফের একবার সেই সিঙারাকে ঘিরেই জোর আলোচনা শুরু হয়েছে হিমাচল প্রদেশে। তাও একেবারে যে সে লোকের সিঙারা নয়। খোদ হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং-এর সিঙারা নিয়ে শুরু হয়েছে তরজা। মুখ্যমন্ত্রীর জন্য আনা সিঙারা চলে গিয়েছে অন্য কারও প্লেটে। কে খেল সিঙারা? তার তদন্ত করতে ডাক পড়েছে সিআইডি-রও!
এমন তাজ্জব কেস কোনও রাজ্যের সিআইডি আগে পেয়েছে কিনা তা অবশ্য মনে করতে পারছেন না কেউই। তবে, সিআইডি-র এক উচ্চ পদস্থ আধিকারিক এই ঘটনাকে ‘সরকার বিরোধী’ বলে তোপ দেগেছেন। এমনকী, ঘটনায় পাঁচ পুলিস আধিকারিককে শো-কজ নোটিসও পাঠানো হয়েছে।
জানা গিয়েছে ঘটনার সূত্রপাত, গত ২১ অক্টোবর। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং ওই দিন সিআইডির সদর দপ্তরে নতুন সাইবার শাখার উদ্বোধনে গিয়েছিলেন। সেখানে মুখ্যমন্ত্রীর জন্য ছিল বিশেষ জলখাবারের ব্যবস্থা। মেনুতে ছিল সিঙারা এবং কেক। একটি ফাইভ স্টার হোটেল থেকে সেই প্রাতঃরাশ আনানো হয়েছিল। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় সেই বিশেষ খাবার মুখ্যমন্ত্রীকে দেওয়াই হয়নি। বরং তা পৌঁছেছে মুখ্যমন্ত্রীর সঙ্গে আসা নিরাপত্তাকর্মীদের মধ্যে। আর বিতর্ক বাঁধে সেখানেই। কীভাবে মুখ্যমন্ত্রীর খাবার দিয়ে দেওয়া হল, অন্য লোককে?
ঘটনায় তদন্তের দায় বর্তায় সিআইডির উপরেও। এক ডেপুটি পুলিস সুপার পদমর্যাদার আধিকারিক এই তদন্তের নেতৃত্বও দিচ্ছেন। তদন্তের রিপোর্টে সিআইডি-র তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর খাবার আনার জন্য আইজি পদমর্যাদার এক পুলিস আধিকারিক দায়িত্ব দিয়েছিলেন এক এসআই-কে। তিনি আবার দায়িত্ব দেন এক এএসআই-কে। সেই অফিসার সিঙারা এবং কেক এনে দিয়েছিলেন পরিবহণ দপ্তরে। সেখান থেকেই খাবার যায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের কাছে। এতবার হাতবদলের ফলে ওই খাবার যে মুখ্যমন্ত্রীর জন্য ছিল তা নিয়েও তৈরি হয় বিভ্রান্তি। এমনকী ওই খাবার যে মুখ্যমন্ত্রীর জন্য ছিল তা নাকি জানতেনই না পরিবহণ দপ্তরের কর্মীরা। ফলে সিঙারা মামলায় এখন জিলিপির প্যাঁচ। একজন ভিভিআইপি-র খাবার নিয়ে এমন কাণ্ডে কার্যতই শোরগোল পড়ে গিয়েছে। যদিও সিঙারা নিয়ে সিআইডি তদন্তের ঘটনায় রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি।
25d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা