দেশ

সলমন খানের পর এবার শাহরুখকে খুনের হুমকি

মুম্বই ও রায়পুর: আতঙ্কের গ্রাসে বলিউড। নেপথ্যে প্রাণনাশের হুঁশিয়ারি। সলমনের পর এবার শাহরুখ খানের জন্যও এল হুমকি ফোন। দাবি করা হল ৫০ লক্ষ টাকা। বৃহস্পতিবার মুম্বই পুলিস জানিয়েছে, কিং খানের কাছে টাকা চেয়ে হুমকি ফোনের ঘটনায় তোলবাজির মামলা দায়ের করা হয়েছে। তদন্তে নেমে পুলিস জানতে পেরেছে, হুমকি ফোনটি এসেছে ছত্তিশগড়ের রায়পুর থেকে। এজন্য ব্যবহার করা হয়েছে ফৈয়াজ খান নামে এক ব্যক্তির নামে নথিভুক্ত মোবাইল ফোন। সূত্রের খবর, মুম্বই পুলিসের একটি টিম রায়পুরে গিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে। তাঁকে বান্দ্রা থানায় হাজির হতেও বলা হয়েছে। যদিও পেশায় আইনজীবী ফৈয়াজের দাবি, গত ২ নভেম্বর তাঁর ফোনটি চুরি হয়ে যায়। এবিষয়ে পুলিসে অভিযোগও দায়ের করেছেন। তাঁর চুরি যাওয়া ফোনের অপব্যবহার করা হয়েছে। 
এর আগে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে অভিনেতা সলমন খানের কাছে বারবার এসেছে হুমকি ফোন। অভিনেতার বাড়ি লক্ষ্য করে গুলি চলার ঘটনা ঘটেছে। ‘ভাইজানে’র পর এবার বলিউডের ‘বাদশা’কেও হুমকি দিয়ে টাকা চাওয়ার ঘটনা ঘটল। মুম্বই পুলিসের এক প্রবীণ কর্তা জানিয়েছেন, ৫০ লক্ষ টাকার দাবি জানিয়ে শাহরুখকে খুনের হুমকি ফোনটি এসেছিল বান্দ্রা থানায়। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ৩০৮ (৪) (প্রাণনাশের হুমকি দিয়ে তোলাবাজি) ও ৩৫১ (৩) (৪) (ফৌজদারি ষড়যন্ত্র) ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিসের অন্য একটি সূত্র থেকে জানা গিয়েছে, গত ৫ নভেম্বর দুপুর ১টা ২০ মিনিটে বান্দ্রা থানায় ওই ফোনটি আসে। ফোনের ওপারে থাকা ব্যক্তি নিজেকে ‘হিন্দুস্তানি’ নামে পরিচয় দেয়। ঘটনাচক্রে, গত বছর অক্টোবর মাসেও শাহরুখকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। সেই সময় তাঁর নিরাপত্তা বাড়িয়ে ওয়াই প্লাস করা হয়। কৃষ্ণসার হরিণ শিকারের মামলায় নাম জড়ানো সলমনের বিরুদ্ধে একাধিকবার প্রাণনাশের হুমকি এসেছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে। তার মধ্যে একটি হুমকি ফোনে দাবি করা হয়, কৃষ্ণসার হরিণের প্রাণ নেওয়ার জন্য অভিনেতাকে হয় একটি মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে, নাহলে ৫ কোটি টাকা দিতে হবে। এই ঘটনায় কর্ণাটক থেকে গ্রেপ্তার করা হয় ভিখারাম জালারাম বিষ্ণোই নামে এক ব্যক্তিকে। পরে গত ৩০ অক্টোবর ২ কোটি টাকা চেয়ে আরও একটি হুমকি ফোন আসে সলমনের কাছে। এর আগে গত ১২ অক্টোবর রাজনীতিবিদ বাবা সিদ্দিকি খুন হওয়ার পর সলমনের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। 
19h 19m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে বা ব্যবসায়িক ক্ষেত্রে আকস্মিক বাধায় বিচলিত হতে পারেন। আর্থিক লেনদেনে বিশেষ সতর্ক হন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৪৪ টাকা৮৫.১৮ টাকা
পাউন্ড১০৭.০২ টাকা১১০.৭৯ টাকা
ইউরো৮৮.৮৫ টাকা৯২.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা