দেশ

রাহুলের সভায় বিলি সংবিধানের ফাঁকা কপি, তোপ বিজেপির

নাগপুর: বিজেপি সংবিধান বদল করতে চাইছে। এমনই অভিযোগ তুলে লোকসভা নির্বাচনের প্রচারে ঝড় তুলেছিলেন রাহুল গান্ধী। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগেও সংবিধান রক্ষার ইস্যু তুলেছেন বিরোধী দলনেতা। এরইমধ্যে সংবিধানের প্রসঙ্গ তুলে রাহুলের বিরুদ্ধে সুর চড়াল বিজেপি। লোকসভা ভোটের প্রচারে রাহুলের হাতে দেখা যেত লাল মলাটের সংবিধান। বুধবার মহারাষ্ট্রের নাগপুকে সংবিধান সম্মান সম্মেলনে যোগ দিয়ে রাজ্যে  ভোটের প্রচার শুরু করেন রাহুল। এবার ওই সম্মেলনে বিলি হওয়া সংবিধান বই নিয়ে কংগ্রেস নেতাকে নিশানা করেছে গেরুয়া শিবির। তাদের দাবি, প্রথম পাতায় প্রস্তাবনা ছাড়া ওই বইয়ের ভিতরের পাতাগুলি ফাঁকা। কিছু লেখা নেই। পাল্টা জবাব দিয়েছে কংগ্রেসও। তারা বিজেপির বিরুদ্ধে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ এনেছে। হাত শিবিরের ব্যাখ্যা, সম্মেলনে অংশগ্রহণকারীদের একটি করে নোটবুক ও কলম দেওয়া হয়েছিল। ওই নোটবুক নিয়েই ভুয়ো প্রচার করছে বিজেপি। 
বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে ওই সাদা কাগজের প্রতীকী সংবিধানের ভিডিও পোস্ট করেছে বিজেপি। তারা অভিযোগ করে, এভাবেই সংবিধানকে মুছে ফেলতে চায় কংগ্রেস। বাবাসাহেব আম্বেদকর যে যে আইনগুলি তৈরি করেছিলেন সব তুলে দিতে চাইছে ওরা। এ জন্যই রাহুল গান্ধী ভবিষ্যতে সংরক্ষণ উঠে যাওয়ার কথা বলেছিলেন।’
রাহুল গান্ধীর হাতে থাকা সংবিধান বইয়ের মলাটের লাল রং নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ বলেন, ‘লাল রঙের বই বিলি করে আসলে রাহুল আর্বান নকশাল ও নৈরাজ্যবাদীদের সমর্থন আদায় করতে মরিয়া চেষ্টা করছেন।’ যদিও বিজেপি ভোটের আবহে ‘মিথ্যা ন্যারেটিভ’ তৈরির চেষ্টা করছে বলে পাল্টা দিয়েছে হাত শিবির। এক্স হ্যান্ডেলে কংগ্রেস লিখেছে, ‘গোটা ভারত জানে, বিজেপি ও আরএসএস সংবিধানের প্রকৃত শত্রু।’ কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, ‘যে বই নিয়ে দেবেন্দ্র ফড়নবীশ প্রশ্ন তুলেছেন সেটিই ভারতের সংবিধান। যার মূল কারিগর বাবাসাহেব আম্বেদকর।’ -ফাইল চিত্র
19h 19m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে বা ব্যবসায়িক ক্ষেত্রে আকস্মিক বাধায় বিচলিত হতে পারেন। আর্থিক লেনদেনে বিশেষ সতর্ক হন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৪৪ টাকা৮৫.১৮ টাকা
পাউন্ড১০৭.০২ টাকা১১০.৭৯ টাকা
ইউরো৮৮.৮৫ টাকা৯২.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা