দেশ

মহিলাদের পোশাক বানানোর জন্য মাপ নিতে পারবে না কোনও পুরুষ দর্জি, প্রস্তাব যোগী রাজ্যে

লখনউ, ৮ নভেম্বর: কোনও পুরুষ দর্জি মহিলাদের পোশাক বানানোর জন্য মাপ নিতে পারবেন না। বিউটি পার্লার বা স্যালোনেও রাখতে হবে শুধুই মহিলাদের। কোনও পুরুষ যেন মহিলার চুল না কাটেন। এমনই প্রস্তাব দিয়েছে উত্তরপ্রদেশ মহিলা কমিশন। গত ২৮ অক্টোবর উত্তরপ্রদেশ মহিলা কমিশনের সদস্যদের মধ্যে একটি বৈঠক হয়। তাতে এই প্রস্তাবগুলি পেশ করা হয়। ওই বৈঠকে বলা হয়, মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্তগুলি গ্রহণ করা হয়েছে। কোনও কোনও পুরুষের খারাপ মনোভাব থাকে। তারা জামাকাপড়ের মাপ নেওয়ার অছিলায় মহিলাদের খারাপভাবে স্পর্শ করে। এই বিষয়গুলি যাতে মহিলাদের সঙ্গে না হয় তাই এই প্রস্তাব বৈঠকে পেশ করেন উত্তরপ্রদেশ মহিলা কমিশনের চেয়ারপার্সন ববিতা চৌহান। এই বিষয়ে কমিশনের এক সদস্যা হিমানি আগরওয়াল জানিয়েছেন, ‘গত ২৮ অক্টোবর একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে বলা হয়েছে যে, মহিলাদের পোশাকের মাপ একমাত্র মহিলা দর্জিই নিতে পারবেন। শুধু তা-ই নয়, সিসিটিভি ক্যামেরাও লাগাতে হবে দর্জির দোকানে ও বিউটি পার্লার চত্বরে। স্যালোন বা পার্লারে মহিলা গ্রাহকদের শুধু মহিলা কর্মীরাই পরিষেবা দেবেন। কোনও পুরুষ কর্মীকে এই পরিষেবায় নিযুক্ত করা যাবে না। এই প্রস্তাবও রাখা হয়েছে। তাতে সায় দিয়েছেন সকল সদস্যই।’ তবে এটি শুধুই এখন প্রস্তাব হিসেবে মহিলা কমিশনে রয়েছে। খুব শীঘ্রই রাজ্য সরকারের কাছে সেই প্রস্তাব পাঠিয়ে আইন তৈরি করার জন্য অনুরোধ জানাবে উত্তরপ্রদেশ মহিলা কমিশন।
17h 17m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বাত বা নার্ভের রোগ বৃদ্ধিতে বিড়ম্বনা। শত্রুপক্ষের চাতুরিতে ব্যবসায় মন্দা আসতে পারে। যান চালনায় সতর্ক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৪৪ টাকা৮৫.১৮ টাকা
পাউন্ড১০৭.০২ টাকা১১০.৭৯ টাকা
ইউরো৮৮.৮৫ টাকা৯২.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা