দক্ষিণবঙ্গ

বাংলাদেশে পাচারের আগে ভগবানগোলায় ৫৫ বোতল নিষিদ্ধ সিরাপ সহ ধৃত ১ যুবক

সংবাদদাতা, লালবাগ: বাংলাদেশে পাচারের আগে কাশির নিষিদ্ধ সিরাপ সহ এক যুবককে গ্রেপ্তার করল ভগবানগোলা থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম ইমরান শেখ।বাড়ি ভগবানগোলা থানার চর বিনপুর। ধৃতকে বৃহস্পতিবার বহরমপুরে এনডিপিএস আদালতে তোলা হলে বিচারক ছয় দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। ভগবানগোলা এসডিপিও উত্তম গড়াই বলেন, বুধবার রাতে চর নতুনপাড়ায় হনুমন্তনগর পঞ্চায়েতের সামনে নাকা তল্লাশি চালানোর সময় কাশির নিষিদ্ধ সিরাপ সহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তার কাছে থাকা একটি বস্তা থেকে ৫৫ বোতল কাশির নিষিদ্ধ সিরাপ বাজেয়াপ্ত করা হয়। ধৃত যুবক দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে। মাদক কারবার নিয়ে আরও তথ্য জানতে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। ভগবানগোলা থানার পুলিস জানিয়েছে, সোর্স মারফত আগাম খবর ছিল, ওইদিন রাতে চর মতুনগ্রাম এলাকা দিয়ে বাংলাদেশে মাদক পাচার হবে। সেই মতো সন্ধ্যা থেকে চর নতুনগ্রামে পঞ্চায়েত অফিসের সামনে নাকা তল্লাশি শুরু হয়। রাত সাড়ে ১০টা নাগাদ কয়েকজন যুবককে মাঠের রাস্তা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক থাকায় দাঁড়াতে বলা হয়। পুলিস দেখে তারা ছুটতে শুরু করে। বেশ কিছুটা ধাওয়া করে একজনকে পাকড়াও করা হয়। বাকিরা পালিয়ে যায়। 
এই বিষয়ে জেলা পুলিসের এক আধিকারিক বলেন, সীমান্তের ওপারে ফেনসিডিলের ব্যাপক চাহিদা রয়েছে। তাই ওই এলাকায় ধার্য্য মূল্যের পাঁচ থেকে ছয় গুণ দামে বিক্রি হয়। কাজেই এপারের মাদক কারবারিরা কাশির নিষিদ্ধ সিরাপ পাচারের দিকে ঝুঁকেছে।
25d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা