দক্ষিণবঙ্গ

লোকসভা ভোটের আগে ট্রায়াল রান রেলের আগাছায় ঢেকেছে কৃষ্ণনগর-আমঘাটা নতুন লাইন

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: কৃষ্ণনগর-আমঘাটা রেললাইন ভরেছে আগাছায়। গুল্ম জাতীয় গাছে রেল ট্র্যাক কার্যত ঝোপঝাড়ের চেহারা নিচ্ছে। যদিও এই দৃশ্য নতুন নয়। বছরের পর বছর এই রেললাইন বটগাছের ঝুড়ি, পার্থেনিয়াম, লতানো কিংবা গুল্ম জাতীয় গাছে ভরা হয়েই থেকেছে। কিন্তু লোকসভা নির্বাচনের আগে এই রেললাইনকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছিল। তাই শহরের লোকজন বলাবলি করছেন, কৃষ্ণনগর-আমঘাটার এই রেললাইন পুরনো রূপেই ফিরে আসছে। কারণ দেখভালের অভাব। রেলের উদাসীনতা এক্ষেত্রে প্রকট হয়েছে। যার ফলে কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত রেল পরিষেবা চালুর যে আশা জেগেছিল, তা ডুবতে বসেছে। রেল সূত্রে জানা যাচ্ছে, এই মুহূর্তে কৃষ্ণনগর-আমঘাটা লাইনে ট্রেন চলার কোনও উদ্যোগ নেই রেলদপ্তরের। তাই নির্বাচনের মুখে রেললাইনের সংস্কার নিয়ে রেলের তৎপরতাকে দিল্লির সরকারের ‘ভোট গাজর’ হিসেবে দেখেছেন সাধারণ মানুষ। সেই সঙ্গে আমঘাটা হয়ে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত যে রেললাইন বসানোর কথা হচ্ছিল, তাও সেইভাবে অগ্রগতি পায়নি। 
কৃষ্ণনগর রেলস্টেশনের এক আধিকারিক বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। তবে সেখানে ট্রেন চালু করা নিয়ে আমাদের কাছে কোনও অর্ডার আসেনি। যার ফলে নতুন কোনও আপডেট নেই। ট্রেন চালু করা নিয়ে কোনও নির্দেশিকা এলে জানিয়ে দেওয়া হবে।
নদীয়া জেলার অতিরিক্ত জেলাশাসক প্রলয় রায়চৌধুরী বলেন, আমঘাটার পর থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় সমীক্ষার কাজ চলছে। সেখানে আটটি মৌজার মধ্যে চারটি মৌজার সমীক্ষা হয়েছে। সেইমতো জমির দাম সহ বিভিন্ন বিষয় নিয়ে কত খরচ হতে পারে, তার হিসাব করা হচ্ছে। সেই পূর্ণাঙ্গ হিসাবে রেলের হাতে তুলে দেওয়া হবে।
লোকসভা নির্বাচনের মুখে তড়িঘড়ি বদলে ফেলা হয়েছিল কৃষ্ণনগর আমঘাটা রেললাইনের এক দশকের পুরনো ট্র্যাক। তারপর সেই লাইনে একাধিকবার ট্রায়াল রান হয়েছে। চালানো হয়েছিল মালগাড়িও। ট্র্যাকের সুরক্ষার স্বার্থে ট্র্যাকের দু’পাশ ঘিরে ফেলা হয়েছিল গার্ডরেল দিয়ে। ভোটের মুখে রেলের এই অতি-তৎপরতা দেখে অনেকেই ভেবেছিলেন, এবার হয়তো কৃষ্ণনগর আমঘাটা লাইনে প্রাথমিকভাবে রেল পরিষেবা শুরু হতে চলেছে। কিন্তু ভোটের রেজাল্ট বেরনোর ছ’মাস অতিক্রান্ত হয়েছে, কৃষ্ণনগর-আমঘাটা লাইন নিয়ে রেলের আর উচ্চবাচ্য নেই। এখন সেই রেললাইনে শুধুই আগাছার জঞ্জাল। লতানো গাছ গোটা রেললাইনকেই গ্রাস করেছে। 
উল্লেখ্য, ২০১০ সালে মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপুর থেকে কৃষ্ণনগর হয়ে নবদ্বীপঘাট পর্যন্ত ন্যারোগেজ রেললাইনের বদলে ব্রডগেজ করার প্রকল্প শিলান্যাস করেছিলেন। সেইমতো শান্তিপুর থেকে কৃষ্ণনগর পর্যন্ত ব্রডগেজ লাইনের কাজ হয়। কিন্তু জমিজটের কারণে কৃষ্ণনগর থেকে নবদ্বীপঘাট পর্যন্ত লাইন পাতার কাজ আমঘাটা পর্যন্ত হয়েই বন্ধ হয়ে যায়। কৃষ্ণনগর সংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান রুকবানুর রহমান বলেন, লোকসভা নির্বাচনের সময় এই কাজেই গতি এনেছিল কেন্দ্র। কিন্তু ভোট মিটতেই সব বন্ধ হয়ে গিয়েছে। মানুষকে বোকা বানানোর জন্যই এসব কাজ করা হয়েছে।
নদীয়া উত্তরের বিজেপির মিডিয়া কনভেনার সন্দীপ মজুমদার বলেন, কেন্দ্রীয় সরকার যখন উদ্যোগ নিয়েছে তা অবশ্যই সফল হবে।
8h 8m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা