দক্ষিণবঙ্গ

একাই ৫ বাড়িতে আগুন ধরায়, ষড়যন্ত্রের নালিশ

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: একই পাড়ার পাঁচ-পাঁচটি বাড়িতে আগুন। তাও আবার একই রাতে! প্রতিটি বাড়িতেই আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা হয় ব্যক্তি উদ্যোগে। রাত জেগে সেই আগুন নেভানোর কাজে হাত লাগায় গোটা গ্রাম। ঘটনাটি ঘটেছে রানাঘাট থানার রায়নগর উত্তরপাড়ার পঞ্চবটিতলা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিস। 
রবিবার ছিল ছুটির দিন। সন্ধ্যা নামার কিছু পর থেকে খালি হয়ে গিয়েছিল পঞ্চবটিতলার রাস্তাঘাট। রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে হঠাৎ গ্রামে একের পর এক বাড়ি থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুরু হয়। সেই আওয়াজ শুনে পথে নেমে পড়ে গোটা গ্রাম। শোনা যায়, গ্রামের পাঁচটি বাড়িতে একসঙ্গে আগুন লেগেছে। মূল রাস্তা সংলগ্ন বাড়ি প্রবীর বৈদ্যর। তাঁর বাড়ির দরজার পাশেই ডাই করা ছিল পাট কাঠির গাদা। ঘটনার রাতে দাউ দাউ করে জ্বলতে শুরু করে সেগুলি। সেই আগুন গ্রাস করে বাড়ির বৈঠকখানা ঘরের জানলাকেও। গ্রামজুড়ে অগ্নিকাণ্ডের মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এই বাড়িতেই। রাত দু’টো পর্যন্ত বালতি বালতি জল এনে আগুন নেভান গ্রামের মানুষ। এই বাড়ি থেকে মোটামুটি ৩০০ মিটার দূরে কানাই তরফদারের বাড়ি। তাঁর পাকা বাড়ি হলেও পাশে রয়েছে কাঁচা রান্নাঘর। তারই একটি বাঁশে ঝোলানো ছিল কিছু জামাকাপড়, লুঙ্গি। আগুন ধরিয়ে দেওয়া হয় তাতেও। দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করলে পরিবারের সদস্যদের চেঁচামেচিতে আশেপাশের লোকজন চলে আসেন। তাঁর আগুন নিয়ন্ত্রণে আনেন।  তৃতীয় আগুন লাগার ঘটনাটি ঘটেছে মঙ্গল তরফদারের বাড়িতে। কানাইয়ের বাড়ির ১০০ মিটারের মধ্যেই মঙ্গলের বাড়ি। তাঁর বাড়ির সামনে প্রায় ১০টি বস্তায় ধান প্লাস্টিক চাপা দিয়ে রাখা ছিল। তাতেও কেউ আগুন ধরিয়ে দেয়। দাউ দাউ করে জ্বলতে শুরু করে ধানের গাদা। একইভাবে গ্রামবাসীরাই বালতি বালতি জল এনে সেই আগুন নেভান। আগুন লাগানো হয়েছে তপন বিশ্বাসের বাড়িতেও। তার ঘরের বাইরে রাখা ছিল বিচালি আর জ্বালানি। রাতের অন্ধকারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল সেই স্তূপে। সময় মতো আগুন না নেভানো গেলে বড়সড় বিপদ অনিবার্য ছিল। এছাড়াও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে একই পাড়ার মানিক দেবনাথের বাড়িতে। তাঁর ঘরের একটি জানলার সামনে তুষের গাদা ছিল। আগুনে নষ্ট হয়ে যায় সেটি। অর্থাৎ, প্রতিটি বাড়ির সামনেই রাখা কোন দাহ্যবস্তুতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে আগুন ছড়িয়েছে ঘরের আশেপাশে। 
কিন্তু কে লাগালো আগুন? গ্রামের একটি সিসিটিভিতে অবশ্য ধরা পড়েছে এক অজ্ঞাত পরিচয় যুবকের ছবি। মঙ্গল তরফদার এর বাড়ির সামনে লাগানো সিসিটিভিতে দেখা যাচ্ছে, ওই যুবক সাইকেল নিয়ে এক একটি বাড়ির সামনে দাঁড়াচ্ছে এবং আগুন লাগিয়ে দিচ্ছে বাড়ির সামনে থাকা দ্রাহ্য জিনিসগুলিতে। দুষ্কৃতীকে চেনা না গেলেও, এই ঘটনার পিছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলে অনুমান গ্রামবাসীদের। আবার একাংশের দাবি, বরাবর এই এলাকায় বিজেপি লিড পায়। ফোনে রাজনৈতিক প্রতিহিংসা থেকেও এই ঘটনা হতে পারে। যদিও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিস। অন্যদিকে, রাত জেগে আগুন নেভালেও, এখনও যেন আতঙ্কের প্রহর গুনছেন পঞ্চবটিতলা এলাকার বাসিন্দারা। 
 পুড়ে যাওয়া বাড়ি। -নিজস্ব চিত্র
8h 8m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা