দক্ষিণবঙ্গ

বিকেল হতেই শুরু মশার উৎপাত, উদ্বেগ বোলপুরে

সংবাদদাতা, শান্তিনিকেতন: বিকেল হলেই বোলপুর শহরে মশার উৎপাত বাড়ছে। সন্ধের পর থেকে মশার জ্বালাতনে শহরবাসী অতিষ্ঠ হয়ে পড়ছেন। দু’মাস ধরে শহরের প্রায় প্রতিটি এলাকাতেই মশার উৎপাত দেখা যাচ্ছে। অভিযোগ, বোলপুর পুরসভা বা স্বাস্থ্যদপ্তর এবিষয়ে কোনও পদক্ষেপ করছে না। এভাবে মশার উপদ্রব বাড়তে থাকলে ডেঙ্গু, ম্যালেরিয়া সহ পতঙ্গবাহিত রোগের প্রকোপ বাড়বে বলে শহরের বাসিন্দারা মনে করছেন।
বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ বলেন, বিষয়টি নিয়ে আমাদের বৈঠক হয়েছে। যে সমস্ত এলাকায় মশার উপদ্রব বেশি, সেখানে কিছুদিনের মধ্যেই সমস্যা মেটাতে ব্যবস্থা নেওয়া হবে।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শহর বোলপুর। পাশেই রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি শান্তিনিকেতন। শহরের জনসংখ্যা দিন দিন বাড়ছে। প্রতিদিন এশহরে ঘুরতে আসা পর্যটকদের সংখ্যাও কম নয়। গত পুরভোটের আগে শহরের ওয়ার্ডসংখ্যা ২০ থেকে বা঩ড়িয়ে ২২টি করা হয়েছে। কিন্তু কয়েকমাস ধরে বিকেল হলেই বোলপুরের নানা এলাকায় ব্যাপক মশার উৎপাত দেখা যাচ্ছে। সন্ধ্যা ও রাতে তা চরম আকার নিচ্ছে।
শহরের কিছু ঘিঞ্জি এলাকায় এসমস্যা সবচেয়ে বেশি। মকরমপুর, সুরশ্রীপল্লি, ভুবনডাঙা, মাঠপাড়া, খাসপাড়া, স্টেশনপাড় সহ নানা জায়গায় মশার উপদ্রব খুব বেড়ে গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, আগে ওইসব এলাকায় ফগিং করা হতো। কিন্তু এখন তা বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন নিকাশিনালাও নিয়মিত সাফাই করা হয় না। নানা জায়গায় জঙ্গল ও আগাছা গজিয়ে উঠেছে। অভিযোগ, সেসব সাফাইয়ের বিষয়েও পুর কর্তৃপক্ষ উদাসীন।
বোলপুর পুরসভার তরফে অবশ্য বর্ষার সময় বিভিন্ন নর্দমা, বদ্ধ জলাশয় ও ডোবায় গাপ্পি মাছ ছাড়া হয়েছিল। কিন্তু মশার প্রজনন রুখতে তা খুব একটা ফলপ্রসূ হয়নি বলেই শহরের বাসিন্দারা মনে করছেন।
9h 9m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা