দক্ষিণবঙ্গ

কোতুলপুরে ধৃত তৃণমূল, বিজেপি নেতাসহ ৭ জন

সংবাদদাতা, বিষ্ণুপুর: কোতুলপুরে গাড়িতে ভাঙচুর ও পুলিসকর্মীদের হেনস্তার অভিযোগে শাসক ও গেরুয়া দলের দুই নেতা সহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম তরুণ বৈরাগী বিজেপির কোতুলপুর মণ্ডলের সহ সভাপতি এবং শেখ লালচাঁদ তৃণমূল কংগ্রেসের ডেহুয়াবনী বুথের সভাপতি। একই অভিযোগে পুলিস দীনবন্ধু বাগ, শেখ আজফর, শেখ কিতাবুল, শেখ সিরাজ আলি, শেখ আজিজুলকে গ্রেপ্তার করেছে। তাদের বাড়ি স্থানীয় হন্নে গ্রাম এলাকায়। পুলিস জানিয়েছে, ধৃতদের সোমবার বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়। তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, সরকারি সম্পত্তি নষ্ট, কর্মীদের হেনস্তার অভিযোগে মামলা রুজু হয়েছে। এপ্রসঙ্গে শাসক ও গেরুয়া দুই দলই অবশ্য অভিযুক্তদের পাশে দাঁড়ায়নি। তারা জানিয়েছে, পুলিস উপযুক্ত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিক। কোনও নির্দোষ যেন সাজা না পায়। 
তৃণমূল কংগ্রেসের কোতুলপুর ব্লক সভাপতি তরুণ নন্দিগ্রামী বলেন, বিপদ ঘটেছে বলেই পুলিস কর্মীরা সেখানে গিয়েছেন। তাঁদের কাজে বাধা দেওয়া বা গাড়ি ভাঙচুর করা উচিত হয়নি। আইন অনুযায়ী পুলিস ব্যবস্থা নেবে। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন, প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু, পুলিস যেন বেছে বেছে আমাদের দলের লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা না করে। আমরা সেই দিকে নজর রাখছি।  
প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় কোতুলপুরের মদনমোহনপুর থেকে খড়বোঝাই লরি গ্রামের রাস্তা ধরে বামুনাইরি মোড়ের দিকে আসছিল। লরিটি ওভারলোডেড থাকায় হন্নে গ্রামের কাছে রাস্তার উপর বিদ্যুতের হাইটেনশনের তারের সংস্পর্শে আসে। তাতেই খড়ে আগুন ধরে যায়। শুকনো খড় থাকায় প্রায় দু’ঘণ্টারও বেশি সময় ধরে দাউ দাউ আগুন জ্বলতে থাকে। খড় সহ পুরো লরি ভস্মীভূত হয়। যদিও চালক ও খালাসি পরিস্থিতি দেখে গাড়ি থেকে নেমে যাওয়ায় তাঁদের শারীরিক কোনও ক্ষতি হয়নি। তবে দীর্ঘক্ষণ ধরে আগুন জ্বলতে থাকায় গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। মাঠের পাকা ধানে আগুন ছড়ানোর আশঙ্কা করে তাঁরা পুলিস ও দমকলে খবর দেন। কিছু সময় পরেই পুলিস এসে পৌঁছলেও দমকল আসতে দেরি হওয়ায় উত্তেজিত জনতার আক্রোশ পুলিসের উপর গিয়ে পড়ে। তারা পুলিসের দু’টি গাড়িতে ভাঙচুর চালায়। বাধা দিতে গেলে পুলিস কর্মীদের হেনস্তা করা হয়। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিস আধিকারিকদের নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী এসে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে। ইতিমধ্যে বিষ্ণুপুর থেকে দমকল বাহিনী চলে আসে। তারা আগুন নিয়ন্ত্রণে আনে। হামলা চালানোর ঘটনায় রাতেই পুলিস বিজেপির মণ্ডল সহ সভাপতি ও তৃণমূল কংগ্রেসের স্থানীয় বুথ সভাপতি সহ মোট সাতজনকে গ্রেপ্তার করে।
8h 8m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা