দক্ষিণবঙ্গ

ইন্টারনেট পেতে পূর্ব বর্ধমান লাগোয়া গ্রামে মানুষের ঢল

ইন্দ্রজিৎ কর্মকার, কান্দি: মুর্শিদাবাদের সালার থানার পূর্ব বর্ধমান সীমানা লাগোয়া বহরান গ্রামে ঢোকার রাস্তায় এখন নেটতলা নামে ভাইরাল। সকাল থেকে রাত পর্যন্ত ওই রাস্তায় ভিড় জমাচ্ছেন বালক থেকে যুবকের দল। ভিড় করছেন প্রেমিক-প্রেমিকারাও। কেউ রাস্তার উপর মোবাইল হাতে বসে পড়ছেন। কেউ বা লুকিয়ে ধানজমির আলে বসে রয়েছেন ঘাপটি মেরে। ভিডিও কলের মাধ্যমে চলছে প্রেমালাপ।
সালার থেকে বহরান গ্রামের দূরত্ব প্রায় তিন কিলোমিটার। সালার থানার পিলখুণ্ডি গ্রামের ভিতর দিয়েই বহরান আসার রাস্তা। পিলখুণ্ডি গ্রাম থেকে মাত্র ৭০০ মিটার পেরোলেই পূর্ব বর্ধমান এলাকা পড়ে। আর ওই সামান্য রাস্তার পরেই ইন্টারনেট পরিষেবা চালু। আর যে কারণেই রবিবার থেকে রাস্তায় ভিড় বেড়ে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জেলায় ইন্টারনেট বন্ধ হওয়ার পর থেকেই সকাল বিকেল থেকে রাত পর্যন্ত ভিড় জমছে। বেশিরভাগ ক্ষেত্রে যুবকদের ভিড় থাকলেও বালকদেরও দেখা গিয়েছে। সবার হাতে ধরা স্মার্টফোন। 
কেউ রাস্তার উপর নিজের বাইকে বসে মোবাইল ঘেঁটে চলেছেন। কোথাও আবার দুই তিনজন মিলে চিৎকার করে গেম খেলছেন। কোথাও  ধানজমির আলে বসে ভিডিও কলিং করছেন। জমির আলে বসে সালারের এক যুবক বললেন, আমার মনের মানুষের সঙ্গে কয়েকঘণ্টা কথা না বলে থাকতে পারি না। দিনে কয়েকবার আমাদের মধ্যে ভিডিও কলিংও হয়। কিন্তু ইন্টারনেট বন্ধ থাকায় গ্রামে থেকে এটা হচ্ছিল না। তাই এভাবে বসে মোবাইল ব্যবহার করতে হচ্ছে। সালারের অপর যুবক সামসুল আলম ওই রাস্তার উপর বাইকে বসে বলেন, নেট পাচ্ছি তো। তবে বর্ধমানের টাওয়ার পাচ্ছি। দু’দিন ধরে ফেসবুক ফলো করতে পারিনি। তাছাড়া ফোন-পে’র মাধ্যমে বন্ধুর মোবাইল রিচার্জ করতে হয়েছে। তাই এখানে আসতে হয়েছে।
পিলখুণ্ডি গ্রামের বাসিন্দা কালুয়া শেখ, সামসের আলি প্রমুখ জানান, রবিবার থেকে এই এলাকা মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারিদের ভিড় দেখে স্থানীয়রা এই এলাকাকে নেটতলা বলে নাম দিয়েছেন। শুধু সালার বলে নয়। মুর্শিদাবাদের ভরতপুর থানা এলাকা থেকেও অনেকে এখানে নেট পেতে চলে আসছেন। এদিকে ওই রাস্তার ভিড় দেখে দু’জন চা বিক্রেতাও ঠেলাগাড়ি নিয়ে চলে এসেছেন। চা বিক্রেতা আমিন শেখ বলেন, যেখানে খদ্দের পাই, গাড়ি নিয়ে চলে যাই। এই রাস্তায় এখন কয়েকদিন ব্যবসা জমে উঠবে বলে মনে হচ্ছে।
9h 9m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা