দক্ষিণবঙ্গ

আবাসে অনিয়মের অভিযোগে বিক্ষোভ 

সংবাদদাতা, রামপুরহাট: আবাস যোজনায় অনিয়মের অভিযোগ তুলে সোমবার নলহাটি-২ বিডিও অফিসের সামনে যৌথভাবে বিক্ষোভ দেখাল সিপিএম ও কংগ্রেস। সেইসঙ্গে প্রকৃত গৃহহীনদের নাম নথিভুক্ত করার দাবিও তারা জানিয়েছে। এই কর্মসূচিতে সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সঞ্জীব বর্মন, কংগ্রেসের জেলা সভাপতি মিল্টন রশিদ প্রমুখ অংশ নেন। এদিন লোহাপুর বাজার থেকে মিছিল করে কংগ্রেস ও সিপিএম নেতাকর্মীরা বিডিও অফিসের সামনে গিয়ে বিক্ষোভ দেখান। যদিও আগেই পুলিস বিডিও অফিসের গেটে ব্যারিকেড করে দাঁড়িয়েছিল। আন্দোলনকারীরা অফিস চত্বরে ঢুকতে গেলে পুলিসের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পরে অবশ্য গেটে খুলে দেওয়া হয়। আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল বিডিওর সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন। ২০২২সালে আবাসের যে তালিকা প্রকাশিত হয়েছিল, এখন সেই তালিকা ধরে সার্ভে চলছে। আন্দোলনকারীদের অভিযোগ, সেই তালিকায় আগে থেকেই বহু প্রকৃত গৃহহীনের নাম বাদ দেওয়া হয়েছে। অথচ এমন অনেকের নাম আছে, যাঁরা আগে বাড়ি পেয়েছেন বা তাঁদের দোতলা পাকা বাড়ি রয়েছে। সেজন্য শুধুমাত্র প্রকৃত গৃহহীনদের প্রকল্পের সুবিধা দেওয়া, ক্রটিমুক্ত তালিকা জনসমক্ষে টাঙিয়ে দেওয়ার দাবিতে তাঁরা আন্দোলনে নেমেছেন। বিডিও বিডিও রজতরঞ্জন দাস বলেন, নির্দিষ্টভাবে অভিযোগ করা হলে পদক্ষেপ করা হবে। -নিজস্ব চিত্র
9h 9m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা