দক্ষিণবঙ্গ

গুজরাতে জাতীয় স্কুল তিরন্দাজি প্রতিযোগিতায় স্বর্ণপদক ঝাড়গ্রামের ছাত্রের, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: প্রথমবার জাতীয়স্তরের প্রতিযোগিতায় নেমেই সাফল্য। ঝাড়গ্রাম তিরন্দাজ অ্যাকাডেমির ছাত্র অনিমেষ রায় গুজরাতে ৬৮তম জাতীয় স্কুল প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৯ বিভাগে সোনার পদক জয় করেছে। এতে উচ্ছ্বসিত জেলার ক্রীড়াপ্রেমী মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন।
বাংলা থেকে তিরন্দাজি প্রতিযোগিতায় ৪৮ জনের দল পাঠানো হয়েছিল। তারমধ্যে ২৩ জন বেঙ্গল আর্চারির। প্রতিযোগীদের মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়ে স্বর্ণপদক জয় করল অনিমেষ। তার সাফল্যের এই খবরে মুখ্যমন্ত্রী নিজের খুশির কথা জানিয়েছেন। অভিনন্দন জানিয়ে ‘এক্সে’ তিনি লিখেছেন, ‘অনিমেষকে আন্তরিক অভিনন্দন জানাই। অনিমেষের মতো বাংলার প্রতিভাবান তরুণ-তরুণীদের খেলাধুলোর সুযোগ করে দিতে ঝাড়গ্রামের আর্চারি অ্যাকাডেমি-সহ বাংলার বিভিন্ন জায়গায় ফুটবল, ব্যাডমিন্টন, টেনিস, সাঁতার ইত্যাদির জন্য মোট আটটি অ্যাকাডেমি আমাদের সরকারই তৈরি করেছে। এটা আমার গর্ব। একদিন এই সব জায়গা থেকে ছেলেমেয়েরা অলিম্পিক্সে যাবে, দেশের মুখ উজ্জ্বল করবে—এই প্রত্যাশা আমি রাখি।’ উল্লেখ্য, আদিবাসী দিবস উপলক্ষ্যে মাসখানেক আগে ঝাড়গ্রামে এসেও মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ঝাড়গ্রামের আর্চারি অ্যাকাডেমি থেকে একদিন আমাদের মেয়েরা অলিম্পিক্সে যাবে। তারা অলিম্পিক্স জয় করবে।
ঝাড়গ্রামের আর্চারি অ্যাকাডেমিতে জেলার বিভিন্ন প্রান্তের ছেলেমেয়েরা এসে প্রশিক্ষণ নিচ্ছে। থাকা, খাওয়া, পড়াশোনার ব্যবস্থা রয়েছে। অ্যাকাডেমির শিক্ষার্থীরা ইতিমধ্যেই জাতীয়স্তরে ভালো ফল করে নজর কেড়েছে। অনিমেষের বাড়ি ধূপগুড়িতে। সে এবার উচ্চ মাধ্যমিক দেবে। 
বাড়িতে তার বাবা, মা ও বোন রয়েছে। স্বর্ণপদক জয়ের পর অনিমেষ এদিন বলে, খুবই ভালো লাগছে। ভবিষ্যতে এশিয়া ও আন্তর্জাতিকস্তরে প্রতিযোগিতায় নামতে চাই। মুখ্যমন্ত্রীর প্রশংসা প্রসঙ্গে বলে, সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে তাঁর লেখা পড়েছি। সামনের দিনে বাংলা তথা দেশের জন্য আরও পদক জিততে চাই। 
অ্যাকাডেমি পরিচালন কমিটির সদস্য সুনীল মাহাত বলেন, অনিমেষের একাগ্ৰতাই ওকে এই সাফল্য এনে দিয়েছে। ওর অ্যাকাডেমিতে আসা একবছরও হয়নি।  দিনরাত অনুশীলন করত। কঠোর পরিশ্রম ও সহজাত দক্ষতা এই সাফল্য এনে দিয়েছে। প্রশিক্ষকরাও সাফল্য পাওয়া নিয়ে আশা করেছিলেন। সেই আশা পূরণ হয়েছে।
ঝাড়গ্রাম আর্চারি অ্যাকাডেমির ডিরেক্টর জিএম মেহবুব বলেন, অনিমেষের সাফল্যে আমরা উচ্ছ্বসিত। সাত মাস আগে ধূপগুড়ি থেকে অ্যাকাডেমিতে এসেছিল।  মনোযোগ দিয়ে অনুশীলন করত। এমনিতেই সকল শিক্ষার্থীদের সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। মাঝে বিশ্রামের ব্যবস্থা থাকে। অ্যাকাডেমির ছাত্ররা জাতীয়স্তরে ইতিমধ্যেই ভালো ফল করছে। প্রথমবার জাতীয়স্তরের প্রতিযোগিতায় নেমে এই সাফল্য নিঃসন্দেহে কৃতিত্বের।
ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল বলেন, অনিমেষ রায়ের সাফল্যে আমরা গর্বিত। জেলা প্রশাসনের তরফে অভিনন্দন জানানো হবে।  অনিমেষ রায়। নিজস্ব চিত্র
8h 8m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা